শিরোনাম
◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত ◈ রোববার থেকে আবার গাউন পরতে হবে আইনজীবীদের

প্রকাশিত : ১৯ জুন, ২০১৯, ০১:২১ রাত
আপডেট : ১৯ জুন, ২০১৯, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে ত্রুটিপূর্ণ প্রিপেইড মিটার লাগাতে নিষেধাজ্ঞা

এম এ হালিম,সাভার : সাভারে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন না করার জন্য পল্লিবিদ্যুৎ এর জেনারেল ম্যানেজারকে (জিএম) নির্দেশ দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। মঙ্গলবার দুপুরে সাভার উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় তিনি এ নির্দেশনা দেন। এসময় সভায় উপস্থিত উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও সম্মতি জ্ঞাপন করেন।

উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব জানান, সরকারের ভাবমুর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ থেকে জিএমকে বিরত থাকতে বলা হয়েছে। ত্রুটিপূর্ণ প্রিপেইড মিটারে ভৌতিক বিলের ভোগান্তি ও দুর্ভোগের প্রেক্ষিতে জনগণ বিভিন্নস্থানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে।বিভিন্ন এলাকার মানুষজন সংযোগ না দেওয়ার দাবি জানিয়ে গণস্বাক্ষর সংগ্রহ করে বিদ্যুৎ অফিসে জমা দিয়েছে। এ অবস্থায় জিএম প্রিপেইড মিটার স্থাপনের যৌক্তিকতা সঠিকভাবে উপস্থাপন করতে না পারায় তাকে এ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

ঢাকা পল্লিবিদ্যুৎ সমিসতি-৩ এর জিএম মো. হারুন জানান, প্রকল্পটি সরকারের। মঙ্গলবারের সভায় এনিয়ে কথা হয়েছে। তবে সংযোগ না দেয়ার কোনো সুযোগ নেই। মানুষকে ভুল বোঝানোর কারণে কিছুট জটিলতা সৃষ্টি হচ্ছে। এই মিটার ববহারে সুফল রয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিঘ্রই এবিষয়ে মানুষের ভুল ভেঙে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়