শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৮ জুন, ২০১৯, ১১:৫৯ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০১৯, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবে মুগ্ধ মাইক হাসিও

স্পোর্টস ডেস্ক : গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরির মাধ্যমে চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক টপ অর্ডার ব্যাটসম্যান সাকিব আল হাসান। টানা দুটি অর্ধশতকের পর পরপর দুটি শতকও হাঁকিয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার। নিজের ইনিংসের শুরু থেকেই ব্যাট হাতে আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিপক্ষের বোলারদের মোকাবেলা করছেন তিনি। সাকিবের এই ব্যাটিংশৈলী মুগ্ধ করেছে অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান মাইক হাসিকে।

ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রানের অসাধারণ ইনিংস খেলার পর সোমবার উইন্ডিজের বিপক্ষে তার ব্যাট ছিল আরও বেশি আলোকিত। ক্যারিবীয়দের দেয়া ৩২২ রানের পাহাড়সম লক্ষ্যে ব্যাটিং করতে নামা বাংলাদেশকে সাত উইকেটের দুর্দান্ত এক জয় এনে দিয়েছেন তিনি।

নিজের ইনিংসের চতুর্থ বলেই জেসন হোল্ডারকে সোজা ব্যাটে চার মেরে জানান দিয়েছিলেন তার উপস্থিতি। এরপর শ্যানন গ্যাব্রিয়েল, শেল্ডন কট্রেল, হোল্ডারদের শাসন করে ১২৪ রানের মহাকাব্যিক ইনিংস খেলেছেন তিনি। এমন ব্যাটিং বলে দেয়, ব্যাট হাতে ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন সাকিব। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের সদস্য হাসিও তাই মনে করেন।

হাসি বলেন, ‘সে (সাকিব) খুবই কার্যকরী একজন ক্রিকেটার। আমি তার পুরো ক্যারিয়ারে এতো ধারাবাহিকভাবে ভালো ব্যাটিং করতে দেখিনি। ইনিংসের শুরু থেকেই সে আত্মবিশ্বাসের সাথে শট খেলছে।’

একটি ভিডিও বার্তায় হাসি আরো বলেন, ‘আপনি যদি ওর বোলিং নিয়ে কথা বলেন, তাহলে বলব সে কার্যকরী একজন বোলারও। দলের এমন একজন ক্রিকেটার সে, যে কি না দুই ভ‚মিকাই পালন করে আসছে। এক সঙ্গে দুই খেলোয়াড়ের কাজ করছে সাকিব। বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার সে। দলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার সে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়