মো. ইউসুফ আলী : ‘বিশ্ব পরিবেশ দিবস’২০১৯ উদযাপন উপলক্ষ্যে ১৮জুন মঙ্গলবার ওয়াই.ডাব্লিউ.সি.এ দিনাজপুরের উদ্যোগে দিনাজপুর সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরুজুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোসনা, বাংলাদেশ ওয়াইডাব্লিউসিএ’র মেরী মার্গারেট রোজারিও, ওয়াই.ডাব্লিউ.সি.এ দিনাজপুরের সদস্য খ্রীষ্টিনা লাভলী দাস প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়াই.ডাব্লিউ.সি.এ দিনাজপুরের জেনারেল সেক্রেটারি স্বপ্না সুবর্ণা টপ্ন। বিশ্ব পরিবেশ দিবস’২০১৯ “বায়ুদূষণ রোধ করি, বাসযোগ্য ভবিষ্যত গড়ি”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভায় বক্তারা বলেন, আসুন আমাদের পরিবারের যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে তা নির্দিষ্ট স্থানে ফেলে বায়ূদূষণ রোধ করার কাজে সহযোগিতা করি।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। সম্পাদনা : মিঠুন রাকসাম