শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৮ জুন, ২০১৯, ০৮:২৬ সকাল
আপডেট : ১৮ জুন, ২০১৯, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যাচ শেষে বিসিবির ভুল ধরিয়ে দিলেন সাকিব

ডেস্ক রিপোর্ট  : ক্যারিয়ার জুড়ে বেশিরভাগ ম্যাচেই পাঁচ-ছয়ে ব্যাট করেছেন সাকিব আল হাসান। কখনোবা চারে। গত কয়েকটি সিরিজ থেকে নিজের ইচ্ছাতেই তিন নম্বরে নামছেন তিনি।তিনে নেমে পাচ্ছেন চোখ ধাঁধানো সাফল্য। এই প্রথম তিন নম্বরে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি পেয়েছেন তিনি। অথচ এই পজিশন বেছে নিতে কম কাঠখড় পোড়াতে হয়নি সাকিবকে।

সাকিবের সব সময় ইচ্ছা ছিল ওয়ানডাউনে ব্যাটিংয়ের। কিন্তু বিসিবির কর্তাব্যক্তিদের আপত্তির মুখে সেটি সম্ভব হয়নি। তিনি যতবারই নির্বাচককের বুঝাতে যান যে তিনি তিনে ব্যাটিং করবেন। ততবারই তারা তাকে এড়িয়ে গেছেন। যুক্তি দিয়েছেন মিডলে থাকার ব্যাপারে। কিন্তু নাছোড়বান্দা সাকিব ঠিকই তার প্রাপ্যস্থান ছিনিয়ে নেন। তাতে বেশ সুফলও পাচ্ছেন। চলতি বিশ্বকাপে দুই সেঞ্চুরি এবং দুটি অর্ধশতক তুলে রা সংগ্রহকারীদের সবার উপরে সাকিব। দ্বাদশ আসরে ৪ ম্যাচে তার রান ৩৮২। আর পাঁচ ম্যাচ খেলা অজি অধিনায়কের সংগ্রহ ৩৪৩।

তিন নম্বর পজিশন চেয়েও পাননি সাকিব। তা নিয়ে কিছুটা অভিমান নির্বাচকদের ওপর। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেটি বুঝালেন তিনি।

ম্যান অব দ্য ম্যাচ হওয়া টাইগার অলরাউন্ডার সাকিব বলেন, ‘খুবই ভালো ফিল হচ্ছে। আমি জানতাম তিন নম্বর পজিশনে ব্যাটিং করলে আমি অনেক সুবিধা পাবো। যদি আমি পাঁচে ব্যাটিং করি তবে আমাকে ইনিংসের ৩০-৪০ ওভারের সময় ব্যাট হাতে নামতে হয়। তাই আমি মনে করি না ঐটি ছিল আমার জন্য আদর্শ পজিশন।’

এসময় সাকিবকে নিজের বোলিং নিয়েও কথা বলতে দেখা যায়। বলেন, ‘আমি আমার বোলিং নিয়ে কাজ করে যাচ্ছি। চলতি বিশ্বকাপে আমার সময়টা ভালো যাচ্ছে। আশা করি সবাই আমাকে সমর্থন দিয়ে যাবে।’

24 আপডেট নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়