শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ১৭ জুন, ২০১৯, ০২:৫৫ রাত
আপডেট : ১৭ জুন, ২০১৯, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড় জয়ে কোপা আমেরিকা শুরু কাভানি-সুয়ারেজদের

রাকিব উদ্দীন : কোপা আমেরিকাতে ইকুয়েডরকে ৪-০ ব্যবধানে হারিয়ে দুর্দান্ত শুরু করে কাভানি-সুয়ারেজের দল উরুগুয়ে। ম্যাচে একটি করে গোল পান সুয়ারেজ, কাভানি ও লোদেইরো। বাকি গোলটি আত্মঘাতী।

ম্যাচের ষষ্ঠ মিনিটে লোদেইরোর দুর্দান্ত গোলে এগিয়ে যায় উরুগুয়ে। ডান দিক থেকে সুয়ারেজের বাড়ানো ক্রসে বল লোদেইরোর ঊরুতে লেগে প্রতিপক্ষের পায়ে যাচ্ছিল, বল শূন্যে থাকা অবস্থায় ডান পা দিয়ে ডি-বক্সের ভিতরে বাড়িয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে গোলটি করেন এই মিডফিল্ডার। ২৪তম মিনিটে আরেকটি ধাক্কা খায় ইকুয়েডর। লোদেইরোকে বাজেভাবে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন দলটির মিডফিল্ডার কিনতেরো।

ঠিক আট মিনিট পর ডান দিক থেকে ডিয়াগো গোডিনের উঁচু করে বাড়ানো বল পেয়ে বাইসাইকেল কিকে ব্যবধান দ্বিগুণ করেন পিএসজি ফরোয়ার্ড কাভানি। আর বিরতির খানিক আগে আলগা বল ছোট ডি-বক্সে পেয়ে জালে ঠেলে স্কোরলাইন ৩-০ করেন বার্সেলোনা ফরোয়ার্ড সুয়ারেজ।

দ্বিতীয়ার্ধে তেমন কোনো আক্রমন করতে পারেনি ইকুয়েডর। ৭৮তম মিনিটে বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে ঠেলে দেন ডিফেন্ডার আর্তুরো মিনা। বড় জয়ে টুর্নামেন্ট শুরু করার আনন্দে মাঠ ছাড়ে প্রতিযোগিতার সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়নরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়