শিরোনাম
◈ বাংলাদেশিদের জন্য কেন সীমিত হয়ে আসছে কয়েকটি দেশের ভিসা? ◈ শেখ হাসিনা-কামাল ও মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ, আজ প্রতিবেদন ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ: নিবন্ধন ও জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন ◈ দিন-দিন বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছে, সমাধান কী? ◈ পাকিস্তান-ভারত সংঘর্ষের মূল্য ৫০০ বিলিয়ন ডলার! ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়াল মাদ্রিদ‌কে হা‌রি‌য়ে শিরোপা জ‌য়ের দ্বারপ্রা‌ন্তে বা‌র্সেলোনা ◈ দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির ◈ বজ্রপাত ও ঝড়ে সারাদেশে একদিনে ১৪ জনের মৃত্যু ◈ লোকসানে ধুঁকছে পুঁজিবাজার, বন্ধ ৩০ হাজার অ্যাকাউন্ট, নিষ্ক্রিয় ৫৭ হাজার বিনিয়োগকারী!

প্রকাশিত : ১৭ জুন, ২০১৯, ১২:০৮ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০১৯, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লোকসভার ১ম অধিবেশন আজ শুরু, উঠবে ৩ তালাক বাতিলের বিল, বাজেট ৫ জুলাই

সালেহ্ বিপ্লব : সূচনা অধিবেশনেই উত্থাপন করা হবে বেশ কটি গুরুত্বপূর্ণ বিল। এর বেশি এখনো চাউর হয়নি, তবে ৩ তালাকের বিধানকে অবৈধ ঘোষণার আইন পাসের তোড়জোর প্রায় প্রকাশ্য।  এটিই বাজেট সেশন, কেন্দ্রীয় সরকারের বাজেট উপস্থাপন করবেন বিজেপির নেতৃত্বাধীন নয়া সরকারের নয়া অর্থমন্ত্রী  নির্মলা সীতারমণ। এর আগে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হয়েছিলো নির্বাচনের আগে, গত ফেব্রুয়ারিতে। লোকসভা অধিবেশনকে সামনে রেখে গতকাল সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদকে ‍সুন্দরভাবে চালিয়ে নিতে  সবার সহযোগিতা চাওয়ার জন্যেই এ আয়োজন করেন তিনি। বৈঠকটি ফলপ্রসূ হয়েছে, মোদী জানিয়েছেন টুইটবার্তায়। এনডিটিভি

বৈঠকে অংশ নেয়া নেতাদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন মোদী। তাদের পরামর্শের জন্য সাধুবাদ জানিয়ে টুইটে তিনি বলেছেন, আমরা সুন্দরভাবে সংসদ পরিচালনার ব্যাপারে একমত হয়েছি। আর এর মধ্য দিয়েই আমরা জাতির প্রত্যাশা পূরণের জন্য কাজ করবো। গত লোকসভা শেষ দুই বছরে প্রচুর সময় নষ্ট করেছে, স্মরণ করিয়ে দেন নরেন্দ্র মোদী।  আর সেই বিষয়টি অন্তর দিয়ে উপলব্ধি করতে এমপিদের আহ্বান জানিয়েছেন তিনি, এমনই জানালেন সংসদবিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী, যিনি ছিলেন সর্বদলীয় বৈঠকের আয়োজক।

লোকসভা অধিবেশনের প্রথম কদিন কাটবে প্রথানুযায়ী শপথ, স্পিকার নির্বাচন এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জানানোর মধ্য দিয়ে।  জোশী জানান, প্রধানমন্ত্রী ১৯ তারিখ সংসদে প্রতিনিধিত্বকারি দলগুলোর প্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন। তিনি কথা বলবেন ‘এক জাতি এক নির্বাচন’ নিয়ে। সেই সঙ্গে আলোচনা হবে এ বছর  মহাত্মা গান্ধীর দেড়শোতম জন্মবার্ষিকী উদযাপন এবং ২০২২ সালে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান নিয়ে।

লোকসভার পয়লা অধিবেশন শেষ হবে আগামী মাসের ২৬ জুলাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়