শিরোনাম
◈ র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে জাস্টিস ডিপার্টমেন্টকে সুপারিশ করা হবে: ডোনাল্ড লু ◈ সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা ◈ আজ ঘরে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক ◈ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কনডেম সেল নিয়ে  রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ ◈ হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা আলাল

প্রকাশিত : ১৩ জুন, ২০১৯, ০২:৫৭ রাত
আপডেট : ১৩ জুন, ২০১৯, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. সালেহউদ্দিন আহমেদ বললেন, প্রবৃদ্ধি ও আয় বাড়লেই জনগণের সত্যিকারের জীবন ধারণের মান নির্ধারণ করা যায় না

ফাহাদুল সানি : দেশের ইতিহাসের ৪৮তম বাজেট বৃহস্পতিবার, নতুন অর্থমন্ত্রীর প্রথম বাজেট। আর আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতায় ১১তম বাজেট। তাই প্রত্যাশাটা একটু বেশি। অবশ্য সেই প্রত্যাশা পূরণই এক বড় চ্যালেঞ্জ নতুন অর্থমন্ত্রীর। তবে, নতুন বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্য পূরনকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতি বিশ্লেষকরা। ধারাবাহিকতা থাকায় বড় বাজেটের গুণগত বাস্তবায়নও চান তারা। ডিবিসি, ১৮:০০

আসছে বাজেটে কোনো প্রকার বাড়তি করের বোঝা চায় না সাধারণ মানুষ। পাশাপাশি নতুন ভ্যাট আইন বা শুল্কহার বাড়ানোর কারণে পণ্যের দাম বাড়–ক তাও চান না তারা। একই সাথে, সরকারের কাছে উন্নয়ন প্রত্যাশার পারদটাও বেশ উঁচুতে।

সাধারণ মানুষের আশা, যে সমস্ত উন্নয়ন কর্মকান্ড সরকার হাতে নিয়েছে সেগুলো যাতে নির্দিষ্ট সময়ে সম্পন্ন করা হয়।
ট্যাক্স দেয়ার ক্ষেত্রে কৃপণতা কিন্তু উন্নয়নের প্রত্যাশা রয়েছে আকাশচুম্বি। এই বাস্তবতায় বিশ্লেষকরা মনে করেন এবারের বাজেটেও রাজস্ব নিয়েই বড় চ্যালেঞ্জে পড়বেন অর্থমন্ত্রী।

বিশাল এ বাজেটের বিষয়ে পিআরআই এর নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, এই বাজেট এর আকার বড়, কিন্তু মানে ছোট। এই বাজেটে জিডিপির ১৯ শতাংশ পূরণ হওয়ার কথা থাকলেও ১৭ শতাংশও পূরণ হবে না। বছর শেষে আমরা দেখব, ৩ লাখ ২৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায় হওয়ার কথা থাকলেও ২ লাখ ৫০ হাজার কোটি টাকাও আদায় হবে না। এটাই হচ্ছে বাস্তবতা।'

গেল কয়েক অর্থবছর ধরে ধারাবাহিকভাবে ৭ শতাংশের বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হলেও অর্থনীতি বিশ্লেষকরা মনে করেন তার খুব বেশি সুফল পাচ্ছে না সাধারণ মানুষ।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘বিরাট একটা বাজেট করা হয়। কিন্তু বাজেটের মূল বিষয় হলো জনসাধারণের জীবনধারনের মান বাড়ছে কি না? স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা এসব ক্ষেত্রে মান বাড়ছে কি না তা দেখতে হবে। প্রবৃদ্ধি বাড়ছে, আয় বাড়ছে কিন্তু এগুলো শুধু সূচক মাত্র। এগুলো দিয়ে কিন্তু জনগণের সত্যিকারের জীবন ধারনের মান নির্ধারণ করা যাবে না।'

আগামীকাল সরকারের বতর্মান মেয়াদের প্রথম বাজেট হবে সাধারণ মানুষের প্রত্যাশা, প্রাপ্তি আর আশা-আকাঙ্খার প্রতিফলনের বাজেট এমনটাই প্রত্যাশা করেন সাধারণ মানুষ ও অর্থনীতি বিশ্লেষকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়