শিরোনাম
◈ নাইজেরিয়ায় মসজিদে তালা দিয়ে আগুন, ১১ মুসল্লির মৃত্যু ◈ র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে, এমন দাবি মিথ্যা: যুক্তরাষ্ট্র ◈ সিলেটে ফিলিং স্টেশনে আগুন ◈ শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ ◈ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর প্রাণহানি চেষ্টার নিন্দা জানালেন শেখ হাসিনা ◈ শেখ হাসিনাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন  ◈ আইনি সহায়তা দিতে ‘পরামর্শ কর্মকর্তা’ নিয়োগ দেবে সরকার ◈ মিঠাপানির ঝিনুকে উৎপাদিত মুক্তার গহনা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর  ◈ কোরবানিতে চাহিদার চেয়ে পশু বেশি: প্রাণিসম্পদ মন্ত্রী ◈ বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখার জন্য ভারত সকল কার্যক্রম পরিচালনা করছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৩ জুন, ২০১৯, ০২:১৮ রাত
আপডেট : ১৩ জুন, ২০১৯, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনিংসের শুরুতেই উইকেট হারালো পাকিস্তান

রাকিব উদ্দীন : টাউনটনের কাউন্টি গ্রাউন্ডে বিশ্বকাপের ১৭তম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি পাকিস্তান। ভারতের সাথে হারের লজ্জা ভুলে এ ম্যাচে ঘুরে দাঁড়াতে দৃঢ় প্রত্যয়ী অস্ট্রেলিয়া। অপরদিকে নিজেদের চতুর্থ ম্যাচে দ্বিতীয় জয়ের লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান দলপতি সরফরাজ আহমেদ। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার দেওয়া ৩০৮ রানের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান।

ওপেনিংয়ে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারের প্রথম বলে প্যাট কামিন্সের শিকার হয় ফখর জামান। ০ রানেই প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। এরপর ইমাম উল হকের সাথে জুটি বেঁধে ক্রিজে আছেন বাবর আজম।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের শুরুটা হয় দুর্দান্ত। কিন্তু ২৩তম ওভারের প্রথম বলে আমির থামালেন এই জুটিকে। ৮২ রান করে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় ফিঞ্চকে। এরপর স্মিথ এসে অতটা সুবিধে করতে পারেনি। মোহাম্মদ হাফিজের বলে ১০ রানেই ক্যাচ তুলে দেন তিনি। ৩৪তম ওভারে শাহিন আফ্রিদির দুর্দান্ত পেসে বোল্ড হন ম্যাক্সওয়েল। ২০ রান করেই সাঁঝঘরে ফিরেন তিনি।

মিডল অর্ডারের দুই ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরলেও ওপেনিংয়ে থিতু হয়ে ব্যাটিং করে শেষ পর্যন্ত বিশ্বকাপের এবারের আসরের প্রথম সেঞ্চুরির দেখা পান ডেভিড ওয়ার্নার। ১০২ বলে শতক পূর্ণ করেন এ তারকা ব্যাটসম্যান। ওয়ার্নার তাÐব থামলো শাহীন আফ্রিদির বলে। তারপরেই একের পর এক উইকেট পড়তে থাকে। শেষ সময়ে অ্যালেক্স ক্যারির ২০ রানে ভর করে ৩০৭ রানে থামে অস্ট্রেলিয়া।

পাকিস্তানের হয়ে অসাধারণ বোলিং পারফর্মেন্সে ছিলেন আমির। ১০ ওভারে ৩০ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন এ বোলার।

অস্ট্রেলিয়া একাদশ : অ্যারণ ফিঞ্চ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), নাথান কোল্টার-নাইল, প্যাট কামিন্স, উসমান খাজা, শন মার্শ, গেøন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্কস ও ডেভিড ওয়ার্নার।

পাকিস্তান একাদশ : সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাবর আজম, ফখর জামান, হাসান আলী, ইমাম-উল-হক, মোহাম্মদ হাফিজ, শাহীন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ ও আসিফ আলী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়