সালেহ্ বিপ্লব : ব্রিগেডিয়ার জেনারেল লরা ইয়েগার মার্কিন সেনাবাহিনীর ৪০তম পদাতিক ডিভিশনের কমান্ড গ্রহণ করবেন আগামী ২৯ জুন। এই ডিভিশনের অবস্থান ক্যালিফোর্নিয়ার লস আলামিটস-এ জয়েন্ট ফোর্সেস ট্রেনিং বেসে। লরা এখন টেক্সাসের ফোর্ট ব্লিসে ইউএস নর্দার্ন কমান্ডের জয়েন্ট টাস্ক ফোর্স নর্দার্নের কমান্ডে আছেন। এনবিসি নিউজ
লরা ইয়েগার ১৯৮৬ সালে ক্যালিফোর্নিয়ার স্টেট ইউনিভার্সিটির রিজার্ভ অফিসার ট্রেনিং কর্পস থেকে সেকেন্ড লেফট্যানেন্ট হিসেবে কমিশন লাভ করেন। তিনি ইউএইচ-৬০ ব্ল্যাকহক হেলিকপ্টারের পাইলট হিসেবে দায়িত্বপালন করেন। পুত্রসন্তান জন্ম নেয়ার পর কিছুদিন মাঠের দায়িত্ব থেকে বিরত থাকেন, এরপর কাজ শুরু করেন ক্যালিফোর্নিয়া আর্মি ন্যাশনাল গার্ডে।
২০১১ সালে ইয়েগারকে ইরাকে পাঠানো হয় ক্যালিফোর্নিয়া গার্ডসের ৪০তম কমব্যাট এভিয়েশন ব্রিগেডের ডেপুটি কমান্ডার হিসেবে। এরপর তিনি ব্যাটেলিয়ন ও ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্বপালন করেন।