শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ০৭ জুন, ২০১৯, ০৯:৫৩ সকাল
আপডেট : ০৭ জুন, ২০১৯, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই বিশ্বকাপেও ইংল্যান্ডকে বাংলাদেশ হারালে অঘটন হবে না, বললেন প্ল্যাঙ্কেট

স্পোর্টস ডেস্ক : ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে আসর থেকেই বিদায় নিয়েছিলো ইংল্যান্ড। চলতি আসরের পর্দা তাদের দেশেই উঠেছে। তবে এই বিশ্বকাপে স্বাগতিক ইংল্যান্ড দলকেই ফেবারিট মানছেন ক্রিকেট বিশ্লেষকরা। কিন্তু ফেবারিট দল হলেও এবারের বিশ্বকাপেও যদি বাংলাদেশের কাছে ইংল্যান্ড দল হারে তা আর অঘটন নয়, বলে মনে করছেন ইংলিশ ফাস্ট বোলার লিয়াম প্ল্যাঙ্কেট।

এবারের বিশ্বকাপে অনেক বেশি পরিণত দল বাংলাদেশ। মাশরাফি-সাকিবদের দল নিজেদের দিনে যে কাউকেই হারাতে পারে বলে মনে করছেন প্ল্যাঙ্কেট। তার মতে, ‘ইংল্যান্ডকে বাংলাদেশ যখন হারিয়েছে, তখনকার কথা মনে করছি। এটা অবশ্যই হতাশাজনক ঘটনা ছিল। তবে এবারের প্রতিযোগিতায় অঘটন বলে কিছু নেই।’

তিনি আরো বলেন, ‘পাকিস্তান দলটি যথেষ্ট ভালো দল। এমনকি বাংলাদেশ বা ভারত, তারাও আমাদের হারানোর সামর্থ্য রাখে। তাদের শক্তিমত্তা সম্পর্কে আমরা জানি। তারা এভাবেই খেলতে পছন্দ করে।’

উল্লেখ্য, ২০১১ সালের বিশ্বকাপে নিজেদের মাটিতে ইংল্যান্ডকে দুই উইকেটে হারিয়ে চমকে দিয়েছিল টাইগাররা। ইমরুল কায়েসের ৬০ এবং মাহমুদউল্লাহ রিয়াদ অপরাজিত ২১ ও শফিউল ইসলামের অপরাজিত ২৪ ফিনিশিংয়ে সেই ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নেয় টাইগাররা।

এরপর ২০১৫ সালের বিশ্বকাপে মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরি (১০৩) এবং মুশফিকুর রহিমের হাফসেঞ্চুরির (৮৯) সৌজন্যে ১৫ রানের জয় পায় বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়