মৌরী সিদ্দিকা : দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। সেই শপথ অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিরোধীদের কটাক্ষ করলেন যোগগুরু রামদেব। তাকে বলতে শোনা গেল মোদীর নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। সংবাদ সংস্থাকে এএনআইকে রামদেব আরও বলেন আমি বিশ্বাস করি চাপ কাটাতে আগামী ১০ থেকে ১৫ বছর বিরোধীদের কপালভাতি করা উচিত। অনুলোম- বিলোমও করতে হবে তাদের। তাহলেই তারা চাপ মুক্ত হবে। এনডিটিভি