ফাতেমা ইসলাম : এবার দেশের অভ্যন্তরেই গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠল অবসরপ্রাপ্ত লেফটন্যান্ট জেনারেল, ব্রিগেডিয়ারের বিরুদ্ধে। তার জেরে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হলো পাকিস্তানে। ওই দেশেরই তাঁরা অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক। আর এই খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। আজকাল
এই দু’জন সেনা আধিকারিক ছাড়াও সেনা দপ্তরের একজন চিকিৎসকও গুপ্তচরবৃত্তির কাজে জড়িত ছিলো বলে অভিযোগ। প্রত্যেকের জন্যই শাস্তি ধার্য করা হয়েছে। এই তিনজনের শুনানি হয় পাক সেনা আদালতে। সেখানে উপস্থিত ছিলেন পাক সেনার চিফ জেনারেল ওমর জাভেদ বাজওয়া। সেখানেই বিবৃতি দিয়ে জানানো হয় এই তিনজন দেশের তথ্য বৈদেশিক সংস্থার হাতে তুলে দেওয়ার কাজ করেছে। যা জাতীয় সুরক্ষার পরিপন্থী।
পাক সেনা সূত্রে খবর, এই অভিযোগের ভিত্তিতে অবসরপ্রাপ্ত লেফটন্যান্ট জেনারেল জাভেদ ইকবালকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থাৎ ১৪ বছর সশ্রম কারাদণ্ড। আর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার রাজা রিজওয়ান এবং চিকিৎসক ওয়াসিম আক্রমকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কি ধরণের তথ্য তাঁরা পাচার করেছে তা জানায়নি পাক সেনা। সম্পদনা : কায়কোবাদ মিলন