শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ১১:৩৩ দুপুর
আপডেট : ৩১ মে, ২০১৯, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুদাপেস্টে জাহাজের ধাক্কায় ট্যুরিস্ট বোট ডুবে ৭ জনের মৃত্যু

তানজিনা তানিন : হাঙ্গেরির বুদাপেস্টে জাহাজের ধাক্কায় ডুবে গেছে পর্যটকবাহী নৌকা, মারা গেছেন ৭  পর্যটক । জাহাজের ক্যাপটেনকে আটক করেছে পুলিশ। সন্দেহ করা হচ্ছে ৬৪ বছর বয়স্ক এই ইউক্রেন নাগরিক বেপরোয়া জাহাজ চালাচ্ছিলেন। সে কারণেই এতো মানুষের প্রাণহানি। বিবিসি

নৌকাটিতে সব মিলিয়ে আরোহী ছিলেন ৩৫ জন, তারা সবাই দক্ষিণ কোরিয়ার নাগরিক। তাদের মধ্যে ৭ জনকে ঠাণ্ডায় কাবু হয়ে যাওয়া অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। সময় যতো গড়াচ্ছে ততোই ক্ষীণ হয়ে আসছে বাকিদের বেঁচে থাকার সম্ভাবনা।স্থানীয় সময় বুধবার রাত নয়টার দিকে দানিয়ুব নদীতে মৎস্যকন্যা নামক পর্য টকবাহী নৌকাকে ধাক্কা দেয় ভাইকিং সাইন নামক তুলনামূলক বড় একটি জাহাজ। বুদাপেস্টের মার্গারেট ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। সে সময় বেশ ঝড়বৃষ্টি হচ্ছিলো।
আঘাতকারী জাহাজ ভাইকিং সাইনের এক যাত্রী ক্লে ফিনলে বলেন, দুর্ঘটনাটি চোখের পলকে ঘটে গেছে।
দানিয়ুবের পানি ছিলো খুবই ঠাণ্ডা, তাপমাত্রা ছিলো ১০-১২ ডিগ্রী সেলসিয়াস। মৎস্যকন্যা ট্যুরিস্ট বোটের যাত্রীরা ঠাণ্ডা পানিতে তলিয়ে যায়।৪৫ জন যাত্রী ধারণ ক্ষমতাসম্পন্ন নৌকাটির বিপদগ্রস্ত আরোহীদের উদ্ধার করতে দ্রুত অভিযান শুরু হয়। কিন্তু কাজটি খুব সহজ ছিলো না। ঝড়বৃষ্টির কারণে ঢেউ ছিলো উত্তাল। ডুবে যাওয়া পর্যীটকরা স্রোতের টানে ভাটির দিকে চলে যায়। দুর্ঘটনাস্থলের কয়েক কিলোমিটার দূরে ৭ জনের মৃতদেহ পাওয়া যায়, তাদের কেউই লাইফ জ্যাকেট পরা ছিলেন না। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়