মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের নতুন অধ্যক্ষ হলেন প্রফেসর মো: রুহুল আমিন ভূইয়া। বুধবার শিক্ষামন্ত্রণালয়ের ওয়েব সাইটে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়নের বিষয়টি স্বীকার করেন প্রফেসর প্রফেসর রুহুল আমিন ভূইয়া। এর আগে তিনি কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একাধিক সূত্রে জানা যায়, বর্তমান অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহার চলতি বছরের নভেম্বর মাসে অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পূর্বে আকস্মিক বদলি করা হয় তাকে। শিক্ষক-শিক্ষিকাদের সাথে দুর্ব্যবহার, নারী কেলেঙ্কোরির অভিযোগে হলের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া শিক্ষককে পুনরায় কলেজের ছাত্রীনিবাসের সহকারী প্রভোস্টের দায়িত্ব প্রদান, হলসহ বিভিন্ন স্থানে বিতর্কিত ব্যক্তিদের দায়িত্বপ্রদানে একক সিদ্ধান্ত গ্রহণ, বিভিন্ন সংগঠনের মাধ্যমে পদক বাণিজ্য এবং মসজিদ ফান্ডের টাকার হিসেব সঠিকভাবে সংরক্ষণ না করাসহ একাধিক অভিযোগের ভিত্তিতে মন্ত্রণালয় থেকে তাকে অব্যাহতি দেয়া হয় বলে জানা গেছে। কলেজ অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহা ভারতে অবস্থান করায় এ বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।
এদিকে নতুন দায়িত্ব পাওয়া প্রফেসর রুহুল আমিন ভূইয়া জানান, আমি ঢাকায় আছি। আমি শুনেছি আমাকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে। নতুন দায়িত্বের বিষয়ে তিনি বলেন, এখানে যেহেতু সরকারী সিদ্ধান্ত হয়েছে সেহেতু আমি চেষ্টা করবো আমার উপর অর্পিত দায়িত্ব পালনে আমি যেন সফল হতে পারি।
উল্লেখ্য প্রফেসর রুহুল আমিন ভূইয়া কুমিল্লা শিক্ষাবোর্ডের দায়িত্ব পালনের আগে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক,সহকারী অধ্যাপক-সহযোগী অধ্যাপক এবং পরবর্তীতে ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন।