শিরোনাম
◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০৪:৩৫ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৯, ০৪:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে মেয়েদের ফুটবল লিগ মাঠে গড়াচ্ছে চলতি বছরের অক্টোবর-নভেম্বরে

নিজস্ব প্রতিবেদক : ঘরোয়া ফুটবলে মেয়েদের লিগ পুনরায় চালু করার যে আকুতি তাতে সাড়া দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবছর অক্টোবর-নভেম্বর মাসেই নারী ফুটবল লিগ আয়োজন করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ অভিভাবক। আজ বৃহস্পতিবার বাফুফে ভবনে দেশের তৃতীয় নারী ফুটবল লিগের চূড়ান্ত পরিকল্পনা নিয়ে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাফুফে সূত্রে জানা যায়, চলতি বছরের অক্টোবরের শেষ সপ্তাহ বা নভেম্বরের প্রথম সপ্তাহেই লিগ চালু করার পরিকল্পনা। বাফুফের আওতাধীন ডিএফএ, ঘরোয়া ফুটবলের ক্লাবসহ কর্পোরেটদের সঙ্গে দ্রুতই বসবে ফেডারেশন। শনিবারের (১ মে) মধ্যেই অঙ্গসংগঠনগুলোকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়ে দিবে বাফুফে। এবার অন্তত ৬ থেকে ৮ টা দল নিয়ে লিগ চালু করার পরিকল্পনা করা হয়েছে। ভেন্যু রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম হবে। আর ১৫ বছরের নিচে কোনও নারী ফুটবলার লিগে অংশ নিতে পারবে না।

লিগে অংশ নিতে ক্লাবের লাইসেন্সিংয়ের বাধ্যবাধকতা দিয়েছে বাফুফে। কিছু মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে তারা। দল হিসেবে যোগ্যতা প্রমাণে একজন কোচ নিয়োগ দিতে হবে। কোচের কমপক্ষে এএফসি সি লাইসেন্স থাকতে হবে। সহকারী কোচ থাকতে হবে। ক্লাবের একটা অফিস থাকতে হবে। ক্লাবের আর্থিক যোগানের উৎসের স্পষ্টতা থাকতে হবে। শীর্ষ ছয় থেকে আট দলই অংশ নিবে এই লিগে। লিগটি অ্যামেচার (অপেশাদার) লিগ হিসেবে মাঠে গড়াবে।

এর আগে ২০১১ ও ২০১৩ সালে দুটি কর্পোরেট লিগ করেছিল বাফুফে। ছয়বছর পর আরেকটি লিগের পরিকল্পনা করছে সংগঠনটি। এবারও কী পেছাতে পারে প্রশ্নে বাফুফে নারী শাখার চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ জানান, ‘মেয়েদের সেই অর্থে স্পন্সর ছিল না। এখন মেয়েদের স্পন্সর হয়েছে। এবার আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে লিগ নির্দিষ্ট সময়ের মধ্যেই চালু হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়