শিরোনাম
◈ বরখাস্ত করা হোক কোচ গৌতম গম্ভীরকে, উত্তাল ভারতীয় সোশ্যাল মিডিয়া ◈ করোনার পর এবার ভূমিকম্প আতঙ্কে ঢাকা ছাড়ছেন মানুষ ◈ লটারিতে নির্ধারিত ৬৪ জেলার এসপি: সুষ্ঠু নির্বাচনে সরকারের নতুন উদ্যোগ ◈ মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা গুরুতর আহত ◈ জাতীয় অর্থনীতি ও কৌশলগত সম্পদে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু জনগণের নির্বাচিত সরকারের: তারেক রহমান ◈ হাসিনার সঙ্গে যোগাযোগ সম্পর্কে যা বললেন আইনজীবী পান্না ◈ দক্ষিণ এশিয়ায় জলবায়ু বিপর্যয়ের সতর্কবার্তা: ৯০% বাংলাদেশি উচ্চ ঝুঁকিতে ◈ নতুন আইনে বাতিল হচ্ছে অসংখ্য দলিল, রয়েছে জেল ও অর্থদণ্ড ◈ পুলিশ ভেরিফিকেশন বাতিল: পাসপোর্টের নতুন নিয়মে চমক ◈ আনন্দ বেদনার নারী কাবাডি বিশ্বকাপের পর্দা নাম‌লো

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০৪:৩৫ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৯, ০৪:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে মেয়েদের ফুটবল লিগ মাঠে গড়াচ্ছে চলতি বছরের অক্টোবর-নভেম্বরে

নিজস্ব প্রতিবেদক : ঘরোয়া ফুটবলে মেয়েদের লিগ পুনরায় চালু করার যে আকুতি তাতে সাড়া দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবছর অক্টোবর-নভেম্বর মাসেই নারী ফুটবল লিগ আয়োজন করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ অভিভাবক। আজ বৃহস্পতিবার বাফুফে ভবনে দেশের তৃতীয় নারী ফুটবল লিগের চূড়ান্ত পরিকল্পনা নিয়ে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাফুফে সূত্রে জানা যায়, চলতি বছরের অক্টোবরের শেষ সপ্তাহ বা নভেম্বরের প্রথম সপ্তাহেই লিগ চালু করার পরিকল্পনা। বাফুফের আওতাধীন ডিএফএ, ঘরোয়া ফুটবলের ক্লাবসহ কর্পোরেটদের সঙ্গে দ্রুতই বসবে ফেডারেশন। শনিবারের (১ মে) মধ্যেই অঙ্গসংগঠনগুলোকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়ে দিবে বাফুফে। এবার অন্তত ৬ থেকে ৮ টা দল নিয়ে লিগ চালু করার পরিকল্পনা করা হয়েছে। ভেন্যু রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম হবে। আর ১৫ বছরের নিচে কোনও নারী ফুটবলার লিগে অংশ নিতে পারবে না।

লিগে অংশ নিতে ক্লাবের লাইসেন্সিংয়ের বাধ্যবাধকতা দিয়েছে বাফুফে। কিছু মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে তারা। দল হিসেবে যোগ্যতা প্রমাণে একজন কোচ নিয়োগ দিতে হবে। কোচের কমপক্ষে এএফসি সি লাইসেন্স থাকতে হবে। সহকারী কোচ থাকতে হবে। ক্লাবের একটা অফিস থাকতে হবে। ক্লাবের আর্থিক যোগানের উৎসের স্পষ্টতা থাকতে হবে। শীর্ষ ছয় থেকে আট দলই অংশ নিবে এই লিগে। লিগটি অ্যামেচার (অপেশাদার) লিগ হিসেবে মাঠে গড়াবে।

এর আগে ২০১১ ও ২০১৩ সালে দুটি কর্পোরেট লিগ করেছিল বাফুফে। ছয়বছর পর আরেকটি লিগের পরিকল্পনা করছে সংগঠনটি। এবারও কী পেছাতে পারে প্রশ্নে বাফুফে নারী শাখার চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ জানান, ‘মেয়েদের সেই অর্থে স্পন্সর ছিল না। এখন মেয়েদের স্পন্সর হয়েছে। এবার আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে লিগ নির্দিষ্ট সময়ের মধ্যেই চালু হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়