শিরোনাম
◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ১২:৪২ দুপুর
আপডেট : ৩১ মে, ২০১৯, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাবি না মানলে ঈদের পর আন্দোলন, বললেন সাংবাদিক নেতারা

আসিফ হাসান কাজল: ঈদের আগে বকেয়া বেতন পরিশোধ, বোনাস ও ১৫ জুনের মধ্যে নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশ করা না হলে রাজপথ অবরোধসহ কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্যপরিষদের বিক্ষোভ সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেয়া হয়।

সমাবেশে তথ্য মন্ত্রী বরাবর ১৪টি সুপারিশ দেয় ঐক্য পরিষদ।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল বলেন, ‘দেশ ও জাতির স্বার্থে গণমাধ্যম শিল্পে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। ঈদের আগেই বকেয়া ও বর্তমান মাসের বেতন এবং বোনাস দিতে হবে। এর অন্যথা হলে আমরা রাজপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।’

‘সাংবাদিকদের না খাইয়ে রেখে সুবিধাভোগীরা পেট ভরে খাচ্ছেন। এ কারণে সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের জীবন ধারণ কষ্টকর হয়ে পড়ছে। গণমাধ্যম শিল্পে জবাবদিহিতা, স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে এখানে পেশাদারিত্ব ফিরিয়ে আনতে হবে।’

সমাবেশে বক্তব্য দেন বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবু জাফর সূর্য, কর্মচারী ফেডারেশনের সভাপতি মতিউর রহমান তালুকদার, প্রেস শ্রমিক ফেডারেশনের সভাপতি আলমগীর হোসেন খানসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

সমাবেশ পরিচালনা করেন ডিইউজের যুগ্ম সম্পাদক আখতার হোসেন।

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়