শিরোনাম
◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি ◈ চট্টগ্রামে আটটি ফ্লাইটের জরুরি অবতরণ, কুয়েতের ফ্লাইট বাতিল ◈ শাহজালালে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল ◈ আগুন লাগার ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, স্বৈরাচারের দোসরদের চক্রান্তের অংশ: সারজিস ◈ যেখান থেকে শাহজালাল বিমানবন্দর কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ◈ ঢাকা বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বেবিচক ◈ কার্গো নিরাপত্তায় আন্তর্জাতিক স্বীকৃতির কয়েকদিনের মাথায় এই অগ্নিকাণ্ড! ◈ তারেক রহমা‌নের ভাবমূর্তি নির্বাচ‌নে ব্যবহার করতে চায় বিএনপি, হাওয়া ভবনের মেমোরি' বড় চ্যালেঞ্জ ◈ বন্ধুদের অসম্মান হওয়ার ভয়ে তিন লাখের ঘড়ি পরেন না ভারতীয় স্পিনার বরুন চক্রবর্তী ◈ মিরপুরে ২০৭ রানে অলআউট বাংলাদেশ

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ১২:৪২ দুপুর
আপডেট : ৩১ মে, ২০১৯, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাবি না মানলে ঈদের পর আন্দোলন, বললেন সাংবাদিক নেতারা

আসিফ হাসান কাজল: ঈদের আগে বকেয়া বেতন পরিশোধ, বোনাস ও ১৫ জুনের মধ্যে নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশ করা না হলে রাজপথ অবরোধসহ কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্যপরিষদের বিক্ষোভ সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেয়া হয়।

সমাবেশে তথ্য মন্ত্রী বরাবর ১৪টি সুপারিশ দেয় ঐক্য পরিষদ।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল বলেন, ‘দেশ ও জাতির স্বার্থে গণমাধ্যম শিল্পে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। ঈদের আগেই বকেয়া ও বর্তমান মাসের বেতন এবং বোনাস দিতে হবে। এর অন্যথা হলে আমরা রাজপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।’

‘সাংবাদিকদের না খাইয়ে রেখে সুবিধাভোগীরা পেট ভরে খাচ্ছেন। এ কারণে সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের জীবন ধারণ কষ্টকর হয়ে পড়ছে। গণমাধ্যম শিল্পে জবাবদিহিতা, স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে এখানে পেশাদারিত্ব ফিরিয়ে আনতে হবে।’

সমাবেশে বক্তব্য দেন বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবু জাফর সূর্য, কর্মচারী ফেডারেশনের সভাপতি মতিউর রহমান তালুকদার, প্রেস শ্রমিক ফেডারেশনের সভাপতি আলমগীর হোসেন খানসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

সমাবেশ পরিচালনা করেন ডিইউজের যুগ্ম সম্পাদক আখতার হোসেন।

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়