শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৮:২৮ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৮:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যাটর্নি জেনারেল বলেছেন, ওসি মোয়াজ্জেমের আগাম জামিন ঠেকাতে প্রস্তুত রাষ্ট্রপক্ষ

মহসীন কবির: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ফেণীর মাদরাসা ছাত্রী নুসরাত হত্যা মামলার অন্যতম আসামি সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের আগাম জামিন ঠেকাতে প্রস্তুত রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার দুপুরে তিনি এ কথা বলেন। খবর ডিবিসি টিভি।

আইনজীবী সালমা সুলতানার মাধ্যমে করা জামিনের আবেদন বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়া হয়েছে। শুনানির জন্য আসেনি, তাই বুধবার হাইকোর্টে হাজির হননি মোয়াজ্জেম। বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটি শুনানির হওয়া কথা রয়েছে।

মার্চে রাফি তার মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলে তা তদন্তে তৎকালীন ওসি মোয়াজ্জেম রাফিকে সোনাগাজী থানায় ডেকে নিয়ে জবানবন্দি নেন। তার কয়েক দিনের মাথায় রাফির গায়ে অগ্নিসংযোগ করা হলে তা নিয়ে সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে।

এর মধ্যেই জবানবন্দির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন ওসি মোয়াজ্জেম। এ কারণে মোয়াজ্জেমের বিরুদ্ধে ঢাকায় বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আস সামছ জগলুল হোসেন অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।

পিবিআই’র তদন্তে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পিবিআইয়ের দেয়া তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আস সামছ জগলুল হোসেন সোমবার মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়