শিরোনাম
◈ ওএমএস বিতরণে গাফলতি হলে জেল জরিমানার হুশিয়ারি খাদ্যমন্ত্রীর ◈ তৃতীয় দেশ দু-একশ জনকে আশ্রয় দিয়ে রোহিঙ্গাদের মিয়ানমার ছাড়তে উৎসাহিত করছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ ভ্যাট বসলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে: ওবায়দুল কাদের ◈ বর্জ্য ব্যবস্থাপনার সামান্য অর্থ বাঁচাতে গিয়ে দেশকে ধ্বংস করবেন না: প্রধানমন্ত্রী ◈ পাকিস্তানে বাস দুর্ঘটনায় একই পরিবারের ১৪ সদস্য নিহত ◈ ২১ মে ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ◈ ১১ বছর পর পঞ্চমবার এভারেস্ট জয় করলেন বাংলাদেশের বাবর আলী ◈ গাজায় ইসরায়েলি বর্বর হামলায় ফের বাস্তুচ্যূত ৯ লাখ ফিলিস্তিনি ◈ আরাকান আর্মির শহর দখল, বাড়িঘর জ্বালিয়ে ফের রোহিঙ্গাদের বিতাড়ন ◈ জাবালিয়া শরণার্থী শিবির গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল, ২৪ ঘন্টায় নিহত ৮৩

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৮:২৬ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে অভিষেক হচ্ছে শচিনের

স্পোর্টস ডেস্ক : ভারতীয় দলের কিংবদন্তি সাবেক ব্যাটসম্যান ২০১১ বিশ্বকাপে শিরোপা জিতে অবসরে গিয়েছিলেন। আজ থেকে শুরু হওয়া ইংল্যান্ড বিশ্বকাপে আবারো অভিষেক হচ্ছে এই মাস্টার ব্লাস্টারের। তবে সেটা ২২ গজে নয় ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হচ্ছে তার।

বিশ্বকাপের উদ্বোধনী দিন ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে নতুন ক্যারিয়র শুরু করবেন তিনি। ম্যাচটি শুরু হবে লন্ডনের কেনিংটন ওভালে, বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।

ম্যাচ শুরুর আগে হিন্দী ও ইংরেজিতে হওয়া প্রাক-কথন অনুষ্ঠানে যোগ দেবেন মাস্টার ব্লাস্টার। অনুষ্ঠানটির নাম রাখা হয়েছে ‘শচিন ওপেনস এগেইন’ বা আবারও ওপেনিংয়ে শচীন।

ক্রিকেটকে বিদায় জানানোর পর ক্রিকেট থেকে দূরেই ছিলেন টেন্ডুলকার। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন বেশ কয়েক বছর ধরে। কিন্তু বিশ্বকাপে এবার ভিন্নরুপে ভিন্ন ভাবে নিজেকে তুলে ধরতে যাচ্ছেন ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ী দলের এই সদস্য। বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক শচিন। ৬টি আসরে করেছেন সর্বোচ্চ ২২৭৮ রান।

এছাড়া বিশ্বকাপের এক সংস্করণেও সর্বোচ্চ রানও করেছেন তিনি। ২০০৩ বিশ্বকাপে ১১ ম্যাচে করেছিলেন মোট ৬৭৩ রান। ভারতকে সেবার ফাইনালে নিয়ে যেতে বড় অবদান ছিল তার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়