জহিরুল ইসলাম শিবলু,লক্ষ্মীপুর প্রতিনিধি : ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে লক্ষ্মীপুরের অভিজাত শপিংমল গুলো থেকে শুরু করে ফুটপাত পর্যন্ত ক্রেতাদের ভিড় বেড়েছে। ধনী-গরীব সকলেই সামর্র্থ্য অনুযায়ী নতুন জামা-কাপড় কিনতে ছুটে যাচ্ছে বিভিন্ন বিপণী বিতান গুলোতে। দিন যত ঘনিয়ে আসছে দোকানে দোকানে ক্রেতাদের ভিড় ততই বাড়ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে ঈদ বাজারে কেনাকাটা।
বিক্রেতারা জানান, এবার ঈদের বাজার ভারতীয় পণ্যের পাশাপাশি দেশীয় পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। ঈদে মেয়েদের শাড়ি ও থ্রি-পিস এবং ছেলেদের পাঞ্জাবির চাহিদা রয়েছে বেশি।
এদিকে ভিড় বেড়েছে দর্জির দোকান গুলোতেও। পছন্দের ডিজাইনের পোশাক বানাতে দর্জি বাড়িতে ভিড় করছেন তরুণ-তরুণীরা। পোশাক তৈরির অর্ডার দিতে তরুণ-তরুণীদের উপচেপড়া ভিড়। লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, লক্ষ্মীপুরে নতুন-নতুন অনেক মার্কেট ও বিপণী বিতান হয়েছে। ক্রেতারা নির্বিঘ্নে তাদের পছন্দ মতো ঈদের কেনাকাটা করতে পারছেন। পণ্যের দাম ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে। লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন জানান, বিশৃঙ্খলা ছাড়া ক্রেতারা যেন নির্বিঘ্নে ঈদের কেনাকাটা করতে পারেন সেজন্য আইন-শৃংখলা বাহিনী তৎপর রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের মার্কেট গুলোতে দিনে ও রাতের বেলায় অতিরিক্ত টহল পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্পাদনা : মুসবা তিন্নি