শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০৫:৪৯ সকাল
আপডেট : ২৯ মে, ২০১৯, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারতের স্নাইপার মোতায়েন

আব্দুর রাজ্জাক : জম্মু-কাশ্মীরের পাকিস্তান সীমান্তে অত্যাধুনিক অস্ত্রসহ ভারতের সামরিক বাহিনীর একটি বিশেষ শাখা স্নাইপার মোতায়েন করা হয়েছে। এই বিশেষ বাহিনী যুক্তরাষ্ট্র ও ইতালি থেকে সামরিক বিশেষজ্ঞদের দ্বারা প্রশিক্ষিত হয়েছে বলে কয়েকটি সূত্র জানায়। দ্য প্রিন্ট, ডেকান হেরাল্ড

সামরিক বাহিনীর কয়েকটি সূত্র জানায়, জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় নিয়মিত নিরাপত্তা কর্মীদের সঙ্গেই তারা কাজ করবেন। তবে নিয়মিত নিরাপত্তাকর্মীদেরও বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে। নতুন এই এলিট বাহিনীর হাতে দূরবর্তী শিকারকে ঘায়েল করতেই এই বিশেষ অস্ত্র তুলে দেয়া হয়েছে। এজন্য মার্কিন অস্ত্র নির্মাণ কোম্পানি বারেট এর .৫০ ক্যালিবার এম-৯৫ বন্দুক দেয়া হয়েছে যার মাধ্যমে প্রায় ১৮শ মিটার দূরবর্তী লক্ষ্যকে শিকার করা যাবে। এবং এই বন্দুকগুলোতে ব্যবহার করার জন্য দেয়া হয়েছে মার্কিন অন্য অস্ত্র কোম্পানি বেরেটার .৩৩৮ লুপা ম্যাগনাম গুলি।

সূত্র আরো জানায়, এই সীমান্ত দিয়ে শিগগিরই আবারো অনুপ্রবেশ শুরু হবে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। তাই পাকিস্তান সীমান্ত অতিক্রম করে সন্দেহভাজনদের অনুপ্রবেশ ঠেকাতে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

ভারতীয় নিরাপত্তা বাহিনী সীমান্তে এখন রুশ নির্মিত দ্রাগুনোভ বন্দুক ব্যবহার করে। নতুন অস্ত্রটি এই এলাকায় ভারতীয় বাহিনীর সক্ষমতাকে বহুগুণে বৃদ্ধি করবে এবং কমপক্ষে ১ হাজার মিটার দূরত্বের শিকারকে খুব সহজেই ঘায়েল করা যাবে বলে সূত্র জানায়। সম্পাদনা : রাশিদ রিয়াজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়