শিরোনাম
◈ বরখাস্ত করা হোক কোচ গৌতম গম্ভীরকে, উত্তাল ভারতীয় সোশ্যাল মিডিয়া ◈ করোনার পর এবার ভূমিকম্প আতঙ্কে ঢাকা ছাড়ছেন মানুষ ◈ লটারিতে নির্ধারিত ৬৪ জেলার এসপি: সুষ্ঠু নির্বাচনে সরকারের নতুন উদ্যোগ ◈ মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা গুরুতর আহত ◈ জাতীয় অর্থনীতি ও কৌশলগত সম্পদে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু জনগণের নির্বাচিত সরকারের: তারেক রহমান ◈ হাসিনার সঙ্গে যোগাযোগ সম্পর্কে যা বললেন আইনজীবী পান্না ◈ দক্ষিণ এশিয়ায় জলবায়ু বিপর্যয়ের সতর্কবার্তা: ৯০% বাংলাদেশি উচ্চ ঝুঁকিতে ◈ নতুন আইনে বাতিল হচ্ছে অসংখ্য দলিল, রয়েছে জেল ও অর্থদণ্ড ◈ পুলিশ ভেরিফিকেশন বাতিল: পাসপোর্টের নতুন নিয়মে চমক ◈ আনন্দ বেদনার নারী কাবাডি বিশ্বকাপের পর্দা নাম‌লো

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০৫:৪৯ সকাল
আপডেট : ২৯ মে, ২০১৯, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারতের স্নাইপার মোতায়েন

আব্দুর রাজ্জাক : জম্মু-কাশ্মীরের পাকিস্তান সীমান্তে অত্যাধুনিক অস্ত্রসহ ভারতের সামরিক বাহিনীর একটি বিশেষ শাখা স্নাইপার মোতায়েন করা হয়েছে। এই বিশেষ বাহিনী যুক্তরাষ্ট্র ও ইতালি থেকে সামরিক বিশেষজ্ঞদের দ্বারা প্রশিক্ষিত হয়েছে বলে কয়েকটি সূত্র জানায়। দ্য প্রিন্ট, ডেকান হেরাল্ড

সামরিক বাহিনীর কয়েকটি সূত্র জানায়, জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় নিয়মিত নিরাপত্তা কর্মীদের সঙ্গেই তারা কাজ করবেন। তবে নিয়মিত নিরাপত্তাকর্মীদেরও বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে। নতুন এই এলিট বাহিনীর হাতে দূরবর্তী শিকারকে ঘায়েল করতেই এই বিশেষ অস্ত্র তুলে দেয়া হয়েছে। এজন্য মার্কিন অস্ত্র নির্মাণ কোম্পানি বারেট এর .৫০ ক্যালিবার এম-৯৫ বন্দুক দেয়া হয়েছে যার মাধ্যমে প্রায় ১৮শ মিটার দূরবর্তী লক্ষ্যকে শিকার করা যাবে। এবং এই বন্দুকগুলোতে ব্যবহার করার জন্য দেয়া হয়েছে মার্কিন অন্য অস্ত্র কোম্পানি বেরেটার .৩৩৮ লুপা ম্যাগনাম গুলি।

সূত্র আরো জানায়, এই সীমান্ত দিয়ে শিগগিরই আবারো অনুপ্রবেশ শুরু হবে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। তাই পাকিস্তান সীমান্ত অতিক্রম করে সন্দেহভাজনদের অনুপ্রবেশ ঠেকাতে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

ভারতীয় নিরাপত্তা বাহিনী সীমান্তে এখন রুশ নির্মিত দ্রাগুনোভ বন্দুক ব্যবহার করে। নতুন অস্ত্রটি এই এলাকায় ভারতীয় বাহিনীর সক্ষমতাকে বহুগুণে বৃদ্ধি করবে এবং কমপক্ষে ১ হাজার মিটার দূরত্বের শিকারকে খুব সহজেই ঘায়েল করা যাবে বলে সূত্র জানায়। সম্পাদনা : রাশিদ রিয়াজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়