শিরোনাম
◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প: যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের পথে বাংলাদেশ ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০৩:০১ রাত
আপডেট : ২৯ মে, ২০১৯, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে যোগ দিলেন সাজিদ জাভিদ

আসিফুজ্জামান পৃথিল : ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’কে হটিয়ে প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগীতায় যোগ দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ। সোমবার তিনি নেতৃত্বের প্রতিযোগীতায় অংশ নেওয়ার ঘোষণা দেন। এই পদে তিনি নির্বাচিত হলে তিনিই হবেই যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম এশিয়ান বংশোদ্ভূত প্রধানমন্ত্রী। গার্ডিয়ান, টাইমস, টেলিগ্রাফ।

নেতৃত্বের প্রচারণার ঘোষণা দিয়ে সাজিদ বলেছেন, তিনি ক্ষমতায় এলে যত দ্রুত সম্ভব ব্রেক্সিট উপহার দেবেন। টুইটারে পোস্ট করা এক ভিডিওতে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গতরাতের ফলাফলে এটি পরিস্কার, আমাদের যেভাবেই হোক ব্রেক্সিট সম্পন্ন করতে হবে। আমাদের বিশ্বাস ফিরে পেতে হবে, সবাইকে একতাবদ্ধ করতে হবে এবং পুরো যুক্তরাজ্যজুড়েই নতুন নতুন সুযোগ তৈরী করতে হবে।’ ৪৯ বছর বয়সী সাজিদ ছিলেন ডয়েচে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। তার বাবা ছিলেন একজন বাস চালক। তার আগে আর কোন এশিয় বংশো™ূ’ত ব্যক্তি টোরি পার্টির নেতৃত্বের প্রতিযোগীতায় অংশ নেননি।

এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী পদের আরেক প্রার্থী জেরেমি হান্ট বলেছেন, চুক্তিহীন ব্রেক্সিটের সিদ্ধান্ত হবে টোরি পার্টির জন্য একটি রাজনৈতিক আত্মহত্যা। তিনি বিবিসি রেডিওকে বলেছেন, চুক্তিহীন ব্রেক্সিট হলে আরেকটি সাধারণ নির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পরবে। এখন পর্যন্ত মোট ১০ জন প্রধানমন্ত্রী প্রার্থী হবার কথা ঘোষণা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়