শিরোনাম
◈ ঢাকায় পা রাখলেন তারেক রহমান (সরাসরি) ◈ ওসমান হাদি হত্যাকাণ্ড: ফায়ার কার্তুজ-বুলেট ব্যালিস্টিক পরীক্ষার নির্দেশ ◈ গাড়ি নেই বিমানবন্দর সড়কে, হেঁটে গন্তব্যে যাচ্ছেন মানুষজন ◈ সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করেছে তারেক রহমানকে বহনকারী বিমান ◈ ভোটের আগেই বিজয়ী আওয়ামী লীগ, যেভাবে হয়েছিল ৫ জানুয়ারির নির্বাচন ◈ দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর স্বপরিবারে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরলেন তারেক রহমান ◈ তারেক রহমানের সংবর্ধনায় আসার পথে দুর্ঘটনায় আহত ৩২ ◈ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে আজ: সালাহউদ্দিন আহমদ (ভিডিও) ◈ সিলেট পৌঁছেছেন তারেক রহমান ◈ আজ রাজধানীতে চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০৩:০১ রাত
আপডেট : ২৯ মে, ২০১৯, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে যোগ দিলেন সাজিদ জাভিদ

আসিফুজ্জামান পৃথিল : ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’কে হটিয়ে প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগীতায় যোগ দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ। সোমবার তিনি নেতৃত্বের প্রতিযোগীতায় অংশ নেওয়ার ঘোষণা দেন। এই পদে তিনি নির্বাচিত হলে তিনিই হবেই যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম এশিয়ান বংশোদ্ভূত প্রধানমন্ত্রী। গার্ডিয়ান, টাইমস, টেলিগ্রাফ।

নেতৃত্বের প্রচারণার ঘোষণা দিয়ে সাজিদ বলেছেন, তিনি ক্ষমতায় এলে যত দ্রুত সম্ভব ব্রেক্সিট উপহার দেবেন। টুইটারে পোস্ট করা এক ভিডিওতে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গতরাতের ফলাফলে এটি পরিস্কার, আমাদের যেভাবেই হোক ব্রেক্সিট সম্পন্ন করতে হবে। আমাদের বিশ্বাস ফিরে পেতে হবে, সবাইকে একতাবদ্ধ করতে হবে এবং পুরো যুক্তরাজ্যজুড়েই নতুন নতুন সুযোগ তৈরী করতে হবে।’ ৪৯ বছর বয়সী সাজিদ ছিলেন ডয়েচে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। তার বাবা ছিলেন একজন বাস চালক। তার আগে আর কোন এশিয় বংশো™ূ’ত ব্যক্তি টোরি পার্টির নেতৃত্বের প্রতিযোগীতায় অংশ নেননি।

এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী পদের আরেক প্রার্থী জেরেমি হান্ট বলেছেন, চুক্তিহীন ব্রেক্সিটের সিদ্ধান্ত হবে টোরি পার্টির জন্য একটি রাজনৈতিক আত্মহত্যা। তিনি বিবিসি রেডিওকে বলেছেন, চুক্তিহীন ব্রেক্সিট হলে আরেকটি সাধারণ নির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পরবে। এখন পর্যন্ত মোট ১০ জন প্রধানমন্ত্রী প্রার্থী হবার কথা ঘোষণা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়