মুসবা তিন্নি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী মাসের প্রথম দিকে মালদ্বীপ সফরে যাবেন বলে আশা। এটা হবে টানা দ্বিতীয়বারের মতো লোকসভা নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর তাই প্রথম বিদেশ সফর। সাউথ এশিয়া মনিটর
এর আগে ২০১৪ সালে নির্বাচনে জয়ের পর প্রথম বিদেশ সফরে ভূটান গিয়েছিলেন তিনি। কূটনৈতিক সুত্রগুলো জানায়, মোদি জুনের প্রথমার্ধে মালে সফরে যেতে পারেন। অন্যদিকে মালদ্বীপের মিডিয়ায় বলা হয়েছে এই সফর অনুষ্ঠিত হবে ৭-৮ জুন। গত মার্চে মালদ্বীপ সফর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। গত নভেম্বরে মালদ্বীপে নতুন সরকার ক্ষমতায় আসার পরেই ভারত থেকে পুরোদস্তর দ্বিপাক্ষিক সফর অনুষ্ঠিত হয়। সম্পাদনা : কায়কোবাদ মিলন