শিরোনাম
◈ ট্রাম্পকে ইরানের নেতাদের ‘হত্যা’র আহ্বান মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের ◈ সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ ৫০ বছর আগের চুক্তিতে বাংলাদেশের ট্রানজিট চায় নেপাল ◈ ‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’: প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ◈ কাশ্মীর সীমান্তে একাধিক পাকিস্তানি ড্রোন শনাক্ত: সর্বোচ্চ সতর্কতায় ভারতীয় বাহিনী ◈ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থামছেই না: বাড়ছে আতঙ্ক, ঝুঁকিতে যাত্রীরা ◈ এবার বাংলাদেশের ওপর নজরদারি বাড়াতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত ◈ ভিয়েতনামে ২০ বছরের মধ্যে আসিয়ানের সবচেয়ে বড় তেলের মজুত সন্ধান! ◈ কাউন্সিল হ্যা বললে ২য় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট (ভিডিও) ◈ এক-দুই দিনের মধ্যে ২০-২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৩:২৩ রাত
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতালিতে যৌন হেনস্তার শিকার নারী রেফারি!

স্পোর্টস ডেস্ক : ফুটবলে প্রায়ই দেখা যায় রেফারির ভুল সিদ্বান্তের প্রতিবাদ। কিন্তু ইতালিতে এক বিব্রতকর প্রতিবাদে যৌন হেনস্তার শিকার হয়েছেন এক নারী রেফারি। হতাশাজনক ঘটনায় যে ফুটবলারটির হাতে নারী রেফারি আক্রমণের শিকার হয়েছেন, সেই ফুটবলারের বয়স ১৪ বছরেরও কম। ইতালির ভেনিস প্রদেশের মেস্ত্রে শহরের অনূর্ধ্ব-১৪ দলের একটি ম্যাচ পরিচালনার সময় এই অপ্রত্যাশিত ঘটনার শিকার হন ২২ বছরের রেফারি গিউলিয়া নিকাস্তো।

ট্রেপোর্টি এবং মিরানিজের মধ্যে চলা ম্যাচে একটি কর্ণার কিক দেয়া নিয়ে রেফারিকে হেনস্তা করেন ট্রেপোর্টির ওই ফুটবলার। এসময় নারী রেফারির শর্টস টেনে নামিয়ে ফেলেন এবং তাকে কোণঠাসা করতে স্পর্শকাতর জায়গায় হাত দেন। সঙ্গে সঙ্গেই ওই খেলোয়াড়কে লাল কার্ড দেখান রেফারি নিকাস্তো। লাল কার্ড দেখানোর জন্য অভিযুক্ত ফুটবলার উল্টো চ্যালেঞ্জ করেন রেফারিকে। একই সময় লাল কার্ড দেখানোর কারণে রেফারির ওপর খেপে যান ট্রেপোর্টির সমর্থকরাও। পরে ফুটবলারদের চেয়ে নারী রেফারিকে বেশি যৌন আক্রমণ করে ট্রেপোর্টির সমর্থকবাহিনী।

তখন ট্রেপোর্টির সমর্থকদের থামানো হয়নি এবং পরে ম্যাচও চলতে থাকে। পরে ট্রেপোর্টি কোচ মার্কো দাল্লা পিপ্পা জানান, এই ঘটনার জন্য তারা আয়োজকদের কাছে ক্ষমা চেয়েছেন।

দলটির কোচ বলেছেন, শুধু আয়োজকই নয়, তারা ক্ষমা চাওয়ার জন্য ওই নারী রেফারির সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছেন। পিপ্পা বলেন, ‘আমরা ইতিমধ্যে আয়োজক কমিটির কাছে ক্ষমা চেয়েছি। আমরা রেফারির সাথেও যোগাযোগ করার চেষ্টা করছি, তার কাছেও একইভাবে ক্ষমা চাওয়া হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়