শিরোনাম
◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা?

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৩:২৩ রাত
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতালিতে যৌন হেনস্তার শিকার নারী রেফারি!

স্পোর্টস ডেস্ক : ফুটবলে প্রায়ই দেখা যায় রেফারির ভুল সিদ্বান্তের প্রতিবাদ। কিন্তু ইতালিতে এক বিব্রতকর প্রতিবাদে যৌন হেনস্তার শিকার হয়েছেন এক নারী রেফারি। হতাশাজনক ঘটনায় যে ফুটবলারটির হাতে নারী রেফারি আক্রমণের শিকার হয়েছেন, সেই ফুটবলারের বয়স ১৪ বছরেরও কম। ইতালির ভেনিস প্রদেশের মেস্ত্রে শহরের অনূর্ধ্ব-১৪ দলের একটি ম্যাচ পরিচালনার সময় এই অপ্রত্যাশিত ঘটনার শিকার হন ২২ বছরের রেফারি গিউলিয়া নিকাস্তো।

ট্রেপোর্টি এবং মিরানিজের মধ্যে চলা ম্যাচে একটি কর্ণার কিক দেয়া নিয়ে রেফারিকে হেনস্তা করেন ট্রেপোর্টির ওই ফুটবলার। এসময় নারী রেফারির শর্টস টেনে নামিয়ে ফেলেন এবং তাকে কোণঠাসা করতে স্পর্শকাতর জায়গায় হাত দেন। সঙ্গে সঙ্গেই ওই খেলোয়াড়কে লাল কার্ড দেখান রেফারি নিকাস্তো। লাল কার্ড দেখানোর জন্য অভিযুক্ত ফুটবলার উল্টো চ্যালেঞ্জ করেন রেফারিকে। একই সময় লাল কার্ড দেখানোর কারণে রেফারির ওপর খেপে যান ট্রেপোর্টির সমর্থকরাও। পরে ফুটবলারদের চেয়ে নারী রেফারিকে বেশি যৌন আক্রমণ করে ট্রেপোর্টির সমর্থকবাহিনী।

তখন ট্রেপোর্টির সমর্থকদের থামানো হয়নি এবং পরে ম্যাচও চলতে থাকে। পরে ট্রেপোর্টি কোচ মার্কো দাল্লা পিপ্পা জানান, এই ঘটনার জন্য তারা আয়োজকদের কাছে ক্ষমা চেয়েছেন।

দলটির কোচ বলেছেন, শুধু আয়োজকই নয়, তারা ক্ষমা চাওয়ার জন্য ওই নারী রেফারির সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছেন। পিপ্পা বলেন, ‘আমরা ইতিমধ্যে আয়োজক কমিটির কাছে ক্ষমা চেয়েছি। আমরা রেফারির সাথেও যোগাযোগ করার চেষ্টা করছি, তার কাছেও একইভাবে ক্ষমা চাওয়া হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়