শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৩:২৩ রাত
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতালিতে যৌন হেনস্তার শিকার নারী রেফারি!

স্পোর্টস ডেস্ক : ফুটবলে প্রায়ই দেখা যায় রেফারির ভুল সিদ্বান্তের প্রতিবাদ। কিন্তু ইতালিতে এক বিব্রতকর প্রতিবাদে যৌন হেনস্তার শিকার হয়েছেন এক নারী রেফারি। হতাশাজনক ঘটনায় যে ফুটবলারটির হাতে নারী রেফারি আক্রমণের শিকার হয়েছেন, সেই ফুটবলারের বয়স ১৪ বছরেরও কম। ইতালির ভেনিস প্রদেশের মেস্ত্রে শহরের অনূর্ধ্ব-১৪ দলের একটি ম্যাচ পরিচালনার সময় এই অপ্রত্যাশিত ঘটনার শিকার হন ২২ বছরের রেফারি গিউলিয়া নিকাস্তো।

ট্রেপোর্টি এবং মিরানিজের মধ্যে চলা ম্যাচে একটি কর্ণার কিক দেয়া নিয়ে রেফারিকে হেনস্তা করেন ট্রেপোর্টির ওই ফুটবলার। এসময় নারী রেফারির শর্টস টেনে নামিয়ে ফেলেন এবং তাকে কোণঠাসা করতে স্পর্শকাতর জায়গায় হাত দেন। সঙ্গে সঙ্গেই ওই খেলোয়াড়কে লাল কার্ড দেখান রেফারি নিকাস্তো। লাল কার্ড দেখানোর জন্য অভিযুক্ত ফুটবলার উল্টো চ্যালেঞ্জ করেন রেফারিকে। একই সময় লাল কার্ড দেখানোর কারণে রেফারির ওপর খেপে যান ট্রেপোর্টির সমর্থকরাও। পরে ফুটবলারদের চেয়ে নারী রেফারিকে বেশি যৌন আক্রমণ করে ট্রেপোর্টির সমর্থকবাহিনী।

তখন ট্রেপোর্টির সমর্থকদের থামানো হয়নি এবং পরে ম্যাচও চলতে থাকে। পরে ট্রেপোর্টি কোচ মার্কো দাল্লা পিপ্পা জানান, এই ঘটনার জন্য তারা আয়োজকদের কাছে ক্ষমা চেয়েছেন।

দলটির কোচ বলেছেন, শুধু আয়োজকই নয়, তারা ক্ষমা চাওয়ার জন্য ওই নারী রেফারির সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছেন। পিপ্পা বলেন, ‘আমরা ইতিমধ্যে আয়োজক কমিটির কাছে ক্ষমা চেয়েছি। আমরা রেফারির সাথেও যোগাযোগ করার চেষ্টা করছি, তার কাছেও একইভাবে ক্ষমা চাওয়া হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়