শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৬:০১ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ মাসে বিএসএফের গুলিতে ১২ বাংলাদেশি নিহত

মহসীন কবির : ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলি ও নির্যাতনে জানুয়ারি থেকে চলতি মে মাস পর্যন্ত ১২ জন বাংলাদেশি নিহত হয়েছেন। বিভিন্ন গণমাধ্যমসূত্রে এ তথ্য জানা গেছে। এ বছরের জানুয়ারি মাসেই ঠাকুরগাঁওয়ে ৪ জন, নীলফামারী ও রাজশাহীতে সীমান্তে মোট ৬ নিহত হন। এছাড় ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত আরও ৬ নিহত হন।
সর্বশেষ ২৬ মে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম আলম হোসেন (৪০)। তিনি উপজেলার কামদেবপুর গ্রামের মোসাহাক আলীর ছেলে।

২২ এপ্রিল ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার দনগাঁ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম সুমন (২২)। তিনি হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের সফিরুল ইসলামের ছেলে। ২০ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বিশু নামে বাংলাদেশি এক গরু রাখাল নিহত হয়েছেন। নিহত বিশু উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর মুন্সীপাড়া এলাকার চটকপাড়ার তৈমুর হোসেনের ছেলে। ০২ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন, মনাকষা ইউনিয়নের তারাপুর মড়লপাড়া গ্রামের কালু মণ্ডলের ছেলে হিল্লোল ওরফে মিলন (২৭) ও একই ইউনিয়নের আলহাজ আফসার আলির ছেলে সেনারুল ইসলাম সেনা (৩২)।

৩ মার্চ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. টিপু (২০) নামে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন। নিহত টিপু শিবগঞ্জ উপজেলার পশ্চিম চর পাঁকার ২০ রশিয়া গ্রামের ফড়িং বিশ্বাসের ছেলে।
২ ফেব্রæয়ারি লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আশাদুল ইসলাম (২৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। উপজেলার বাউরা ইউনিয়নের ডাঙ্গাটারী সীমান্তের ওপারে ভারতের নিউ কুচলিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশাদুল ইসলাম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
২৮ জানুয়ারি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে মোহাম্মদ সোহেল রানা বাবু (১৫) নামের এক আরো এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। ভারতের পশ্চিম দিনাজপুর কোকড়াদহ ক্যাম্পের বিএসএফ জোয়ানদের গুলিতে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ বাবু হরিপুর উপজেলার ইউনিয়নের মারাধার গ্রামের একরামুল ইসলামের ছেলে।

২৪ জানুয়ারি রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জামাল উদ্দিন (৩৫) নামে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন। গোদাগাড়ী সীমান্তের দিয়াড় মানিকচক (ডিএমসি) বিজিবি ফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গুলিতে নিহত জামাল উদ্দিন গোদাগাড়ী উপজেলার সীমান্তবর্তী চর আষাড়িয়াদহ ইউনিয়নের বারীনগর ঢাবের মাঠ গ্রামের গোলাম মোস্তফার ছেলে। ২২ জানুয়ারি হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের তালডাঙ্গী গ্রামের আব্দুল তোয়াফের ছেলে জেনারেল (১৮) নিহত হয় । ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিএসএফের গুলিতে সুমন (২২) নামে এক বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন।

১৮ জানুয়ারি জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের বাদশা মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম রাজু (২১) । ১৫ জানুয়ারি নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে খলিলুর রহমান (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সীমান্তের ভুজারীপাড়া বিএসএফ ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। খলিলুর রহমান জেলার ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের খালপাড়া গ্রামের মকছেদ আলীর ছেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়