রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : শ্রীনগরে এক ভণ্ডপীরের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। রবিবার (২৬ মে) বেলা সারে ১১টায় শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের উপজেলার আটপাড়া ইউনিয়ন পরিষদ এলাকায় এ শান্তিপূর্ণ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
মানববন্ধনে অংশ গ্রহনকারীরা জানায় ওই এলাকার ভণ্ড পীর মজিদ ওরফে বেঙ্গু মিস্ত্রি দীর্ঘদিন ধরে পীর সেজে বাড়িতে আসন বসিয়ে জ্বিন ভূতের আছর, জাদুটোনা, বন্ধ্যাত্বসহ সর্ব রোগের চিকিৎসা হিসেবে ঝাড় ফুক ও তাবিজ কবজের ব্যবসা করে আসছিল। গত বুধবার একই গ্রামের মনির মিয়ার ছেলে মেহেদি(১০) ও মো. জামালের ছেলে সোলাইমান(২) অসুস্থ হলে ভণ্ড পীরের কাছে চিকিৎসা নিতে যায়। এসময় ভণ্ড পীর মজিদ কৌশলে তাদেরকে নিজের মূত্র পান করিয়ে দেয়। এতে মেহেদি ও সোলাইমানের পেট ব্যথা ও বমি হলে গুরুতর অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনাটি জানাজানি হলে ওই দিন বিকেলে এলাকাবাসি ক্ষুদ্ধ হয়ে ভণ্ড পীরের আস্তানা গুড়িয়ে দেয়। গত শুক্রবার রাতে অসুস্থ্য মেহেদির চাচা কবির হোসেন বাদী হয়ে শ্রীনগর থানায় ভণ্ড পীরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। মানববন্ধন শেষে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল নিয়ে আটপাড়া ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে সামনে অবস্থান করলে চেয়ারম্যান আইয়ুব আলী তাদের সুষ্ঠ বিচারের আশ্বাস দিলে মিছিল কারে তারা চলে যায়।