শিরোনাম
◈ বাংলাদেশে অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কাজ করতে দেওয়া হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের শঙ্কা ◈ খেলতে গিয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, চলছে নিখোঁজ দুইজনের উদ্ধারকাজ ◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৮:১৯ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টঙ্গীতে অস্ত্রসহ আটক আসামীদের ছিনিয়ে নিতে ডিবি পুলিশের ওপর হামলা, ২ পুলিশ আহত

খালিদ আহমেদ : রোববার রাতে টঙ্গী থানা আওয়ামী লীগ অফিসের সামনে এ ঘটনা ঘটেছে। সে সময় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের সাথে ডিবি পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে ২ জন গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছে। এরা হলো সেলিম, আশিক ও জাহাঙ্গীর। গ্রেপ্তারকৃতরা বি. কম মতি নামের সরকারী দলের এক প্রভাবশালী নেতার ক্যাডার বাহিনীর সদস্য। ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসা ছাড়াও তারা পুরো বিসিক এলাকার মিল কারখানার ওয়েস্টেজ মালের ব্যবসা নিয়ন্ত্রণ করে বলে স্থানীয়রা জানান।

এর আগে রোববার রাত সাড়ে ৮টায় ডিবি পুলিশ স্থানীয় সাহারা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ২টি বিদেশি অস্ত্র ও ৬ রাউন্ড গুলিসহ তিন জনকে গ্রেপ্তার করে। খবর পেয়ে এদের সহযোগীরা ডিবি পুলিশের গাড়িতে হামলা চালিয়ে গ্রেপ্তারকৃতদের ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। হামলাকারীরা ডিবি পুলিশের গাড়ি ভাংচুর করে। এসময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে ২ জন গুলিবিদ্ধ হয়। তাদের একজন মমিন। তিনি স্থানীয় আলেরটেকের আজিজ শিকদারের ছেলে বলে জানা গেছে। গুলিবিদ্ধ অপর জনের নাম জানা যায়নি। হামলাকারীরা ডিবি পুলিশদের অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে র্যা ব ও অতিরিক্ত পুলিশ গিয়ে অবরুদ্ধ ডিবি পুলিশ সদস্যদের উদ্ধার করে। হামলায় ঢাকা ডিবির একজন পুলিশ পরিদর্শকসহ ২ পুলিশ সদস্য আহত হয়েছেন।

তবে এ ব্যাপারে রাতে তাৎক্ষনিকভাবে ডিএমপি ও জিএমপি ডিবির বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক টঙ্গী পৌর মেয়র অ্যাডভোকেড আজমত উল্লাহ খান রেল সিগন্যালে আটকা পড়ে ঘটনা প্রত্যক্ষ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়