শিরোনাম
◈ মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ আজ—অন্তর্বর্তী সরকারে বড় পরিবর্তন! ◈ হজযাত্রীদের প্লেনের টিকিট থেকে আবগারি শুল্ক প্রত্যাহার করল এনবিআর ◈ মোহাম্মদপুরে জোড়া খুন: মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য ◈ এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, নতুন জটিলতা নেই: চিকিৎসক ◈ জাল দলিল শনাক্তের ৯ কৌশল: জমি কেনায় প্রতারণা এড়ানোর জরুরি নির্দেশনা ◈ যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা ◈ সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারি ১১ ডিসেম্বর, দেখা যাবে যেভাবে ◈ ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ ◈ বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৮:১৯ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টঙ্গীতে অস্ত্রসহ আটক আসামীদের ছিনিয়ে নিতে ডিবি পুলিশের ওপর হামলা, ২ পুলিশ আহত

খালিদ আহমেদ : রোববার রাতে টঙ্গী থানা আওয়ামী লীগ অফিসের সামনে এ ঘটনা ঘটেছে। সে সময় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের সাথে ডিবি পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে ২ জন গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছে। এরা হলো সেলিম, আশিক ও জাহাঙ্গীর। গ্রেপ্তারকৃতরা বি. কম মতি নামের সরকারী দলের এক প্রভাবশালী নেতার ক্যাডার বাহিনীর সদস্য। ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসা ছাড়াও তারা পুরো বিসিক এলাকার মিল কারখানার ওয়েস্টেজ মালের ব্যবসা নিয়ন্ত্রণ করে বলে স্থানীয়রা জানান।

এর আগে রোববার রাত সাড়ে ৮টায় ডিবি পুলিশ স্থানীয় সাহারা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ২টি বিদেশি অস্ত্র ও ৬ রাউন্ড গুলিসহ তিন জনকে গ্রেপ্তার করে। খবর পেয়ে এদের সহযোগীরা ডিবি পুলিশের গাড়িতে হামলা চালিয়ে গ্রেপ্তারকৃতদের ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। হামলাকারীরা ডিবি পুলিশের গাড়ি ভাংচুর করে। এসময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে ২ জন গুলিবিদ্ধ হয়। তাদের একজন মমিন। তিনি স্থানীয় আলেরটেকের আজিজ শিকদারের ছেলে বলে জানা গেছে। গুলিবিদ্ধ অপর জনের নাম জানা যায়নি। হামলাকারীরা ডিবি পুলিশদের অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে র্যা ব ও অতিরিক্ত পুলিশ গিয়ে অবরুদ্ধ ডিবি পুলিশ সদস্যদের উদ্ধার করে। হামলায় ঢাকা ডিবির একজন পুলিশ পরিদর্শকসহ ২ পুলিশ সদস্য আহত হয়েছেন।

তবে এ ব্যাপারে রাতে তাৎক্ষনিকভাবে ডিএমপি ও জিএমপি ডিবির বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক টঙ্গী পৌর মেয়র অ্যাডভোকেড আজমত উল্লাহ খান রেল সিগন্যালে আটকা পড়ে ঘটনা প্রত্যক্ষ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়