শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০৬:৩৩ সকাল
আপডেট : ২৬ মে, ২০১৯, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেতানিয়াহুর বিচার বিভাগ নিয়ন্ত্রণ সংক্রান্ত বিলের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব

আব্দুর রাজ্জাক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হাইকোর্টের ক্ষমতা খর্ব সংক্রান্ত একটি বিল পাশ করার চেষ্টা করছেন বলে অভিযোগ বিরোধীদের। বিলটি বাতিলের দাবিতে শনিবার রাজধানী তেল আবিবের মিউজিয়াম অব আর্টসের সামনে বিক্ষোভ করে ১০ হাজারের বেশি ‘গণতন্ত্রকামী’। বিবিসি, হার্তেজ

প্রধানমন্ত্রীকে মামলা থেকে রেহাই দেয়া সংক্রান্ত বিলটি পাশ হওয়া ঠেকাতে এক জোট হয়েছে ইসরায়েলের ইহুদিবাদী ও আরব দলগুলো। নিজেদের গণতন্ত্রকামী দাবি করে বেনি গানতেজ দলের উপচেয়ারম্যান কাহোল লেভান বলেন, ‘ইসরায়েলকে একক ব্যক্তি শাসনে পরিণত করতে দেয়া হবে না। ইসরায়েল স্বপ্নপূরণ করতে সক্ষম হয়েছে কিন্তু তা এখন আর রক্ষা করা যাচ্ছে না। নেতানিয়াহু গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ভেঙ্গে ইসরায়েলকে একক শাসনের দিকে ধাবিত করছেন।’

বিক্ষোভকারীরা অটোম্যান সা¤্রাজ্যের প্রতিক সম্বলিত এক ধরনের বিশেষ টুপি পরে নেতানিয়াহু বিরোধী শ্লোগান দিতে থাকে। আন্দোনকারীরা অভিযোগ করে ইসরায়েলকে নেতানিয়াহু এমন ব্যবস্থার দিকে নিয়ে যাচ্ছেন যেখানে একজনের হাতে সকল ক্ষমতা থাকে। এসময় তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে উদারহণ হিসেবে উল্লেখ করা হয়।

একজন বিক্ষোভকারী বলেন, ‘দুর্নীতির মামলা থেকে রেহাই পেতেই নেতানিয়াহু এই বিল পাশ করার চেষ্টা করছেন। আমরা কখনোই আত্মসমর্পণ করবো না। ইসরায়েলকে একক সুলতানীয় শাসনে পরিণত হতে বা কোনো রাজবংশের কাছেও ছেড়ে দেয়া হবে না।’

আরব আইনপ্রণেতা আয়মান ওদেহ বলেন, ‘সাম্য ছাড়া গণতন্ত্র হয় না, তাই গণতন্ত্র রক্ষায় আমরা যৌথভাবে চেষ্টা অব্যাহত রাখবো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়