শিরোনাম
◈ আগামী নির্বাচনে ভোটার আস্থা নিশ্চিতই প্রধান দায়িত্ব: ফেসবুক বার্তায় তারেক রহমান ◈ ফেব্রুয়া‌রির নির্বাচ‌নে জামায়াতে ইসলামী‌কে দিল্লি কোন চোখে দেখবে? ◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০৩:৪৫ রাত
আপডেট : ২৬ মে, ২০১৯, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেগ স্পিনারের ঘাটতি পূরণ করার চেষ্টা করছেন মিরাজ

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আর মাত্র ৪ দিন বাকি। এরই মেধ্য সব প্রস্তুতি সেরে নিচ্ছে অংশ নেওয়া দলগুলো। তার মধ্য থেকে বাদ যাচ্ছে না বাংলাদেশ। সব কিছু উজাড় করে দিয়ে নিজেদের প্রস্তুত করে নিচ্ছেন স্কোয়াডের ১৫ সদস্য। বিশ্বকাপে অংশ নেওয়া সব দলগুলোতে লেগ স্পিনার রয়েছে। সেই দিক দিয়ে পিছিয়ে আছে বাংলাদেশ দল। মিতব্যয়ী বোলিংয়ের মাধ্যমে সেই লেগ স্পিনার না থাকার ঘাটতি পূরণ করতে চান টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

ইংলিশ কন্ডিশনে শুরুর দিকের ম্যাচগুলোতে উইকেটে তেমন সুবিধা পাবেন না স্পিনাররা। এমন কঠিন সমীকরণ জেনেও চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন মিরাজ। পুষিয়ে দিতে চান লেগ স্পিনারের ঘাটতিও। মিরাজ বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে চ্যালেঞ্জ সব সময়ই থাকে। আমার নিজের ভেতরই তো চ্যালেঞ্জ যে আমি এই কন্ডিশনে কতটা ভালো করতে পারব। দল আমার উপর ভরসা রেখেছে।’

তিনি আরো বলেন, ‘দল জেতা আমার কাছে সেটাই দেয়ার চেষ্টা করব। লেগ স্পিনারের যে ঘাটতি সেটা যেন না মনে হয়, শতভাগ দিয়ে সেটা আমি পূরণ করার চেষ্টা করব।’

তবে উইকেট নেওয়ার চেয়ে রান কম দেওয়াকেই প্রাধান্য দিচ্ছেন তিনি। একপাশ দিয়ে কিপটে বোলিংয়ের মাধ্যমে প্রতিপক্ষের উপরে চাপ সৃষ্টি করতে চান তিনি। তার মতে, ‘এই কন্ডিশনে স্পিনারদের উইকেট নেয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রান কম দেয়া। স্পিনার হিসেবে আমার মনে হয় দলের বাকি বোলারদের সহায়তা করতে হবে। আমি যদি রান চেক দিতে পারি তাহলে অপরপ্রান্ত থেকে উইকেট বের হয়ে আসবে। আমার লক্ষ্য থাকবে এটাই যে রান কম দেয়ার বোলিং করা। যত কম রান দেয়া যায়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়