শিরোনাম
◈ ইরানে ট্রাম্পের অবস্থান পরিবর্তন, বিপাকে আন্দোলনকারীরা ◈ আমদানি বন্ধের সুযোগে চালের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি ◈ লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা ◈ সাত লাখ টাকায় রাশিয়া গিয়ে ছয় মাসের মাথায় দেশে ফিরতে হলো ৩৫ বাংলাদেশিকে ◈ চিলিতে ভয়াবহ দাবানল: দুই অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা, ১৬ জনের মৃত্যু ◈ বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও! ◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ ◈ তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে বাইকারের পলায়ন, কি বার্তা ছিল খামে? (ভিডিও) ◈ লেভেল প্লেয়িং ফিল্ড ভেঙে পড়ার শঙ্কা, প্রশাসনের ভূমিকা নিয়ে জামায়াতের অভিযোগ

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০৩:৪৫ রাত
আপডেট : ২৬ মে, ২০১৯, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেগ স্পিনারের ঘাটতি পূরণ করার চেষ্টা করছেন মিরাজ

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আর মাত্র ৪ দিন বাকি। এরই মেধ্য সব প্রস্তুতি সেরে নিচ্ছে অংশ নেওয়া দলগুলো। তার মধ্য থেকে বাদ যাচ্ছে না বাংলাদেশ। সব কিছু উজাড় করে দিয়ে নিজেদের প্রস্তুত করে নিচ্ছেন স্কোয়াডের ১৫ সদস্য। বিশ্বকাপে অংশ নেওয়া সব দলগুলোতে লেগ স্পিনার রয়েছে। সেই দিক দিয়ে পিছিয়ে আছে বাংলাদেশ দল। মিতব্যয়ী বোলিংয়ের মাধ্যমে সেই লেগ স্পিনার না থাকার ঘাটতি পূরণ করতে চান টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

ইংলিশ কন্ডিশনে শুরুর দিকের ম্যাচগুলোতে উইকেটে তেমন সুবিধা পাবেন না স্পিনাররা। এমন কঠিন সমীকরণ জেনেও চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন মিরাজ। পুষিয়ে দিতে চান লেগ স্পিনারের ঘাটতিও। মিরাজ বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে চ্যালেঞ্জ সব সময়ই থাকে। আমার নিজের ভেতরই তো চ্যালেঞ্জ যে আমি এই কন্ডিশনে কতটা ভালো করতে পারব। দল আমার উপর ভরসা রেখেছে।’

তিনি আরো বলেন, ‘দল জেতা আমার কাছে সেটাই দেয়ার চেষ্টা করব। লেগ স্পিনারের যে ঘাটতি সেটা যেন না মনে হয়, শতভাগ দিয়ে সেটা আমি পূরণ করার চেষ্টা করব।’

তবে উইকেট নেওয়ার চেয়ে রান কম দেওয়াকেই প্রাধান্য দিচ্ছেন তিনি। একপাশ দিয়ে কিপটে বোলিংয়ের মাধ্যমে প্রতিপক্ষের উপরে চাপ সৃষ্টি করতে চান তিনি। তার মতে, ‘এই কন্ডিশনে স্পিনারদের উইকেট নেয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রান কম দেয়া। স্পিনার হিসেবে আমার মনে হয় দলের বাকি বোলারদের সহায়তা করতে হবে। আমি যদি রান চেক দিতে পারি তাহলে অপরপ্রান্ত থেকে উইকেট বের হয়ে আসবে। আমার লক্ষ্য থাকবে এটাই যে রান কম দেয়ার বোলিং করা। যত কম রান দেয়া যায়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়