শিরোনাম
◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি ◈ মঈন আলীর ব‌্যা‌টে ব‌লে স্ব‌স্তির জয় পে‌লো সি‌লেট টাইটান্স ◈ নারী ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে টিভিসি প্রকাশ করেছে সরকার  ◈  শিল্পকলা একাডেমী সংশোধন অধ্যাদেশে একাডেমির বিভাগ সংখ্যা বাড়িয়ে নয়টি করা হয়েছে: চার অধ্যাদেশ অনুমোদন

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০৩:৪৫ রাত
আপডেট : ২৬ মে, ২০১৯, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেগ স্পিনারের ঘাটতি পূরণ করার চেষ্টা করছেন মিরাজ

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আর মাত্র ৪ দিন বাকি। এরই মেধ্য সব প্রস্তুতি সেরে নিচ্ছে অংশ নেওয়া দলগুলো। তার মধ্য থেকে বাদ যাচ্ছে না বাংলাদেশ। সব কিছু উজাড় করে দিয়ে নিজেদের প্রস্তুত করে নিচ্ছেন স্কোয়াডের ১৫ সদস্য। বিশ্বকাপে অংশ নেওয়া সব দলগুলোতে লেগ স্পিনার রয়েছে। সেই দিক দিয়ে পিছিয়ে আছে বাংলাদেশ দল। মিতব্যয়ী বোলিংয়ের মাধ্যমে সেই লেগ স্পিনার না থাকার ঘাটতি পূরণ করতে চান টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

ইংলিশ কন্ডিশনে শুরুর দিকের ম্যাচগুলোতে উইকেটে তেমন সুবিধা পাবেন না স্পিনাররা। এমন কঠিন সমীকরণ জেনেও চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন মিরাজ। পুষিয়ে দিতে চান লেগ স্পিনারের ঘাটতিও। মিরাজ বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে চ্যালেঞ্জ সব সময়ই থাকে। আমার নিজের ভেতরই তো চ্যালেঞ্জ যে আমি এই কন্ডিশনে কতটা ভালো করতে পারব। দল আমার উপর ভরসা রেখেছে।’

তিনি আরো বলেন, ‘দল জেতা আমার কাছে সেটাই দেয়ার চেষ্টা করব। লেগ স্পিনারের যে ঘাটতি সেটা যেন না মনে হয়, শতভাগ দিয়ে সেটা আমি পূরণ করার চেষ্টা করব।’

তবে উইকেট নেওয়ার চেয়ে রান কম দেওয়াকেই প্রাধান্য দিচ্ছেন তিনি। একপাশ দিয়ে কিপটে বোলিংয়ের মাধ্যমে প্রতিপক্ষের উপরে চাপ সৃষ্টি করতে চান তিনি। তার মতে, ‘এই কন্ডিশনে স্পিনারদের উইকেট নেয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রান কম দেয়া। স্পিনার হিসেবে আমার মনে হয় দলের বাকি বোলারদের সহায়তা করতে হবে। আমি যদি রান চেক দিতে পারি তাহলে অপরপ্রান্ত থেকে উইকেট বের হয়ে আসবে। আমার লক্ষ্য থাকবে এটাই যে রান কম দেয়ার বোলিং করা। যত কম রান দেয়া যায়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়