শিরোনাম
◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ ◈ কঠোর হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের, নিচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি ◈ কুমিল্লা-৬ সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার,দিলেন নির্বাচন পরিচালনার দায়িত্ব ◈ বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের হাজারো পোস্টাল ব্যালট পেপার যুক্তরাষ্ট্রের গুদামে ◈ চূড়ান্ত হলো নবম পে স্কেলের গ্রেড সংখ্যা ◈ যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতে যেসব সমস্যার মুখোমুখি হতে পারেন প্রবাসী বাংলাদেশিরা ◈ জামায়াতসহ ১১ দলের ২৫৩ আসনে সমঝোতা, কোন দলের কত প্রার্থী ◈ বি‌সি‌বির প‌রিচালক নাজমুল প্রকাশ্যে ক্ষমা চাইলে শুক্রবার খেলতে প্রস্তুত ক্রিকেটাররা ◈ দেড় ঘণ্টা বৈঠক শেষে বৈঠক শেষে যমুনা ছাড়লেন তারেক রহমান ◈ গণভোট নিয়ে পরিকল্পিত মিথ্যাচার ছড়ানো হচ্ছে : অধ্যাপক আলী রীয়াজ

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০৩:৪৫ রাত
আপডেট : ২৬ মে, ২০১৯, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেগ স্পিনারের ঘাটতি পূরণ করার চেষ্টা করছেন মিরাজ

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আর মাত্র ৪ দিন বাকি। এরই মেধ্য সব প্রস্তুতি সেরে নিচ্ছে অংশ নেওয়া দলগুলো। তার মধ্য থেকে বাদ যাচ্ছে না বাংলাদেশ। সব কিছু উজাড় করে দিয়ে নিজেদের প্রস্তুত করে নিচ্ছেন স্কোয়াডের ১৫ সদস্য। বিশ্বকাপে অংশ নেওয়া সব দলগুলোতে লেগ স্পিনার রয়েছে। সেই দিক দিয়ে পিছিয়ে আছে বাংলাদেশ দল। মিতব্যয়ী বোলিংয়ের মাধ্যমে সেই লেগ স্পিনার না থাকার ঘাটতি পূরণ করতে চান টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

ইংলিশ কন্ডিশনে শুরুর দিকের ম্যাচগুলোতে উইকেটে তেমন সুবিধা পাবেন না স্পিনাররা। এমন কঠিন সমীকরণ জেনেও চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন মিরাজ। পুষিয়ে দিতে চান লেগ স্পিনারের ঘাটতিও। মিরাজ বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে চ্যালেঞ্জ সব সময়ই থাকে। আমার নিজের ভেতরই তো চ্যালেঞ্জ যে আমি এই কন্ডিশনে কতটা ভালো করতে পারব। দল আমার উপর ভরসা রেখেছে।’

তিনি আরো বলেন, ‘দল জেতা আমার কাছে সেটাই দেয়ার চেষ্টা করব। লেগ স্পিনারের যে ঘাটতি সেটা যেন না মনে হয়, শতভাগ দিয়ে সেটা আমি পূরণ করার চেষ্টা করব।’

তবে উইকেট নেওয়ার চেয়ে রান কম দেওয়াকেই প্রাধান্য দিচ্ছেন তিনি। একপাশ দিয়ে কিপটে বোলিংয়ের মাধ্যমে প্রতিপক্ষের উপরে চাপ সৃষ্টি করতে চান তিনি। তার মতে, ‘এই কন্ডিশনে স্পিনারদের উইকেট নেয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রান কম দেয়া। স্পিনার হিসেবে আমার মনে হয় দলের বাকি বোলারদের সহায়তা করতে হবে। আমি যদি রান চেক দিতে পারি তাহলে অপরপ্রান্ত থেকে উইকেট বের হয়ে আসবে। আমার লক্ষ্য থাকবে এটাই যে রান কম দেয়ার বোলিং করা। যত কম রান দেয়া যায়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়