শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০৩:৪৫ রাত
আপডেট : ২৬ মে, ২০১৯, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেগ স্পিনারের ঘাটতি পূরণ করার চেষ্টা করছেন মিরাজ

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আর মাত্র ৪ দিন বাকি। এরই মেধ্য সব প্রস্তুতি সেরে নিচ্ছে অংশ নেওয়া দলগুলো। তার মধ্য থেকে বাদ যাচ্ছে না বাংলাদেশ। সব কিছু উজাড় করে দিয়ে নিজেদের প্রস্তুত করে নিচ্ছেন স্কোয়াডের ১৫ সদস্য। বিশ্বকাপে অংশ নেওয়া সব দলগুলোতে লেগ স্পিনার রয়েছে। সেই দিক দিয়ে পিছিয়ে আছে বাংলাদেশ দল। মিতব্যয়ী বোলিংয়ের মাধ্যমে সেই লেগ স্পিনার না থাকার ঘাটতি পূরণ করতে চান টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

ইংলিশ কন্ডিশনে শুরুর দিকের ম্যাচগুলোতে উইকেটে তেমন সুবিধা পাবেন না স্পিনাররা। এমন কঠিন সমীকরণ জেনেও চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন মিরাজ। পুষিয়ে দিতে চান লেগ স্পিনারের ঘাটতিও। মিরাজ বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে চ্যালেঞ্জ সব সময়ই থাকে। আমার নিজের ভেতরই তো চ্যালেঞ্জ যে আমি এই কন্ডিশনে কতটা ভালো করতে পারব। দল আমার উপর ভরসা রেখেছে।’

তিনি আরো বলেন, ‘দল জেতা আমার কাছে সেটাই দেয়ার চেষ্টা করব। লেগ স্পিনারের যে ঘাটতি সেটা যেন না মনে হয়, শতভাগ দিয়ে সেটা আমি পূরণ করার চেষ্টা করব।’

তবে উইকেট নেওয়ার চেয়ে রান কম দেওয়াকেই প্রাধান্য দিচ্ছেন তিনি। একপাশ দিয়ে কিপটে বোলিংয়ের মাধ্যমে প্রতিপক্ষের উপরে চাপ সৃষ্টি করতে চান তিনি। তার মতে, ‘এই কন্ডিশনে স্পিনারদের উইকেট নেয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রান কম দেয়া। স্পিনার হিসেবে আমার মনে হয় দলের বাকি বোলারদের সহায়তা করতে হবে। আমি যদি রান চেক দিতে পারি তাহলে অপরপ্রান্ত থেকে উইকেট বের হয়ে আসবে। আমার লক্ষ্য থাকবে এটাই যে রান কম দেয়ার বোলিং করা। যত কম রান দেয়া যায়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়