শিরোনাম
◈ নাইজেরিয়ায় মসজিদে তালা দিয়ে আগুন, ১১ মুসল্লির মৃত্যু ◈ র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে, এমন দাবি মিথ্যা: যুক্তরাষ্ট্র ◈ সিলেটে ফিলিং স্টেশনে আগুন ◈ শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ ◈ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর প্রাণহানি চেষ্টার নিন্দা জানালেন শেখ হাসিনা ◈ শেখ হাসিনাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন  ◈ আইনি সহায়তা দিতে ‘পরামর্শ কর্মকর্তা’ নিয়োগ দেবে সরকার ◈ মিঠাপানির ঝিনুকে উৎপাদিত মুক্তার গহনা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর  ◈ কোরবানিতে চাহিদার চেয়ে পশু বেশি: প্রাণিসম্পদ মন্ত্রী ◈ বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখার জন্য ভারত সকল কার্যক্রম পরিচালনা করছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০৯:৫৮ সকাল
আপডেট : ২৬ মে, ২০১৯, ০৯:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অরক্ষিত লেভেল ক্রসিং-এ বাড়ছে ঝুঁকি

আফজাল হোসেন : গাজীপুর জেলার শ্রীপুর রেল ষ্ট্রেশনে আঙিনায় শ্রীপুর-কাপাসিয়া সড়কের লেভেল ক্রসিংয়ের এক পাশের গেইট (লোহার প্রতিবন্ধক) দীর্ঘদিন নষ্ট থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করছে সাধারণ যাত্রীসহ স্থানীয়রা। এতে যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটার আশংকা রয়েছে।

 

রেলওয়ে বিভাগ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের অন্যতম ব্যস্ততম শ্রীপুর রেল ষ্টেশন। এ ষ্টেশনটি ঘিরে প্রতিদিন ৭টি ট্রেন দিনে ১৪বার যাত্রাবিরতি করে থাকে এবং ১২টি ট্রেন ২৪বার চলাচল করে থাকে। ষ্টেশনটি শ্রীপুর বাজারের পার্শ্ববর্তী হওয়ায়, বাজার ও ষ্টেশন ঘিরে ষ্টেশন আঙিনা সবসময়ই জনাকীর্ণ হয়ে উঠে। এছাড়াও লেভেল ক্রসিংয়ের এর সাথে সংশ্লিষ্ট সড়কটি আশপাশের কয়েকটি জেলার সাথে সংযোগ তৈরি করায় প্রতিনিয়ত যানবাহন চলাচলের দিক দিয়ে ব্যস্ততম হয়ে উঠে। বিরতিহীন ট্রেন ও ষ্টেশনে যাত্রাবিরতি ট্র্রেনগুলো ষ্টেশনে দাঁড়ানোর পূর্বেই লেভেল ক্রসিংয়ের পশ্চিম পাশের গেইট নামানো হয়।এসময় নষ্ট থাকায় অরক্ষিত থাকে পূর্ব পাশের গেইট। দীর্ঘদিন ধরে লেভেল ক্রসিংয়ে পূর্ব পাশের গেইট(লোহার প্রতিবন্ধক) নষ্ট থাকায় পথচারী, সাধারণ যাত্রী, স্থানীয় জনসাধারণ ও যানবাহন নিজ দায়িত্বে পারাপার হচ্ছে। এতে তৈরি হচ্ছে দুর্ঘটনার ঝুঁকি।

 

শ্রীপুর রেল ষ্টেশনের গেট কিপার মাসুদ রানা জানান, দীর্ঘদিন যাব লেভেল ক্রসিংটির একপাশের পিনিয়াম নষ্ট হয়ে যাওয়ার ফলে সেটি আর কাজ করছে না। পশ্চিম পাশের লেভেল ক্রসিং নামিয়ে দিয়ে পূর্ব পাশে দাঁড়িয়ে থেকে হাতের ইশারায় ছোট-বড় যানবাহন নিয়ন্ত্রণ করতে হয়। কিন্তু যানবাহনের চালকেরা হাতে ইশারা না মেনে চলাচল করে থাকে, এতে বাধা দিলে বাকবিতন্ডার সৃষ্টি হয়।

 

শ্রীপুর রেলওয়ে ষ্টেশন মাষ্টার হারুন অর রশিদ জানান, লেভেল ক্রসিংটি দুই আড়াই মাস যাব কাজ করছে না। ফলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটনার আশংকা থাকায় কয়েকবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু একাধিকবার তারিখ করেও লেভেল ক্রসিংটি মেরামত করাতে কাউকে পাঠায়নি উর্ধ্বতন কর্তৃপক্ষ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়