শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০৬:১৫ সকাল
আপডেট : ২৬ মে, ২০১৯, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদি জিততেই ত্রস্ত দাউদ ইব্রাহীম, পাক গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক ডনের

শেখ নাঈমা জাবীন : ভারতে নির্বাচনের আগেই মাসুদ আজহার ইস্যুতে বড়সড় সাফল্য পেয়েছে কেন্দ্রের বিদায়ী মোদি সরকার। জঙ্গিনেতার মাথার উপর থেকে হাত তুলে নিয়েছে চীন। ফলে জাতিসংঘের নির্দেশে এখন আন্তর্জাতিক জঙ্গির তকমা লেগেছে মাসুদের গায়ে। এদিকে দ্বিতীয়বারের জন্য দিল্লির মসনদে বসতে চলেছেন নরেন্দ্র মোদি। মাসুদের পর তবে এবার কি দাউদের পালা? সূত্রের খবর, বর্তমানে এই চিন্তাই নাকি তাড়িয়ে বেড়াচ্ছে এই আন্ডারওয়ার্ল্ড ডনকে। সেজন্যই নাকি সদ্যই পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানে ঘাপটি মেরে থাকা দাউদ। এবং সম্পূর্ণ বৈঠকে নাকি মোদির দ্বিতীয়বার ফিরে আসা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে সে। সংবাদ প্রতিদিন

আন্তর্জাতিক মঞ্চে মোদী সরকার অভিযোগ করেছে যে, হাফিজ সইদ, মাসুদ আজহার, দাউদের মতো সন্ত্রাসবাদী ও আন্ডারওয়ার্ল্ড ডনদের জায়গা দিচ্ছে পাকিস্তান। সন্ত্রাসীদের স্বর্গরাজ্য পরিণত হয়েছে পাকিস্তান। পাক সেনা ও গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মদতে ভারতবিরোধী কাজ করে চলেছে জঙ্গিগোষ্ঠীগুলি। এই দাবির স্বপক্ষে আন্তর্জাতিক মহলে একাধিক দাবিও পেশ করেছে ভারত। এমনকী, গত পাঁচ বছরে দু’বার পাকিস্তানে ঢুকে জঙ্গিঘাঁটি ধ্বংস করে এসেছে ভারতীয় সেনা।

ওয়াকিবহাল মহলের মতে, জঙ্গিবাদের বিরুদ্ধে বিদায়ী মোদি সরকার যে কঠোর পদক্ষেপ নিয়েছে, তাতে যথেষ্ট আতঙ্কিত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ। এবং সেকারণেই নিরাপত্তার খাতিরে পাক গোয়েন্দা সংস্থার সঙ্গে দাউদ বৈঠক করেছে। সূত্রের খবর, বৈঠকে পাক গোয়েন্দা সংস্থার কাছে আরও বেশি নিরাপত্তা দাবি করেছে ডি কোম্পানির অধিপতি। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়