শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০৩:৩০ রাত
আপডেট : ২৬ মে, ২০১৯, ০৩:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেট্রোরেলের জন্য রাজধানীবাসীকে একটু কষ্ট করতে বললেন প্রধানমন্ত্রী

বাশার নূরু: মেট্টোরেলের নির্মাণ কাজের জন্য রাজধানীবাসীকে একটু কষ্ট সহ্য করার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মেট্রোরেলের নির্মাণ কাজ চলছে। এই কাজের জন্য ঢাকায় মানুষ যানজটে কষ্ট পাচ্ছেন। আমি বলবো আরও ভালোভাবে চলাচলের জন্য এই কষ্টটা একটু সহ্য করতে হবে। আশা করি এ কাজটা হয়ে গেলে আর কোনও কষ্ট থাকবে না।

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দ্বিতীয় গোমতী সেতু ও দ্বিতীয় মেঘনা সেতু এবং ঢাকা পঞ্চগড় সরাসরি ট্রেন সার্ভিসসহ বেশকিছু উন্নয়ন কাজের উদ্বোধন কালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

মেট্রোরেল প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এখানে ১৬টি স্টেশন থাকবে। মেট্রোরেল প্রতি ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহন করতে পারবে। সেইভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের নির্মাণ কাজ চলছে। এটি মিরপুর, ফার্মগেট, শাহবাগ দোয়েল চত্বর, প্রেস ক্লাব হয়ে মতিঝিল পৌঁছবে। এই মেট্রোরেলের রুটের মোটামুটি প্রতিটি জায়গায় পুরোদমে নির্মাণ কাজ এগিয়ে চলছে। এজন্য এসব স্থানের সড়ক সরু হয়ে গেছে। সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট।

প্রধানমন্ত্রী বলেন, ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আর আওয়ামী লীগ সরকার আসার পরেই আমরা বাংলাদেশের মানুষের জীবনে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে পেরেছি। এজন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা, যে তারা আমাদের ওপর বিশ্বাস রেখেছেন, আস্থা রেখেছেন এবং আমাদের ভোট দিয়ে সেবা করার সুযোগ দিয়েছেন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়