শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০৯:৫১ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৯, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদবী পরিবর্তন না হলে আন্দোলনে যাবে সরকারি হিসাব রক্ষণ এ্যাসোসিয়েশন

আসিফ হাসান কাজল : হিসাব রক্ষক ও সমমানের অন্যান্য পদসহ সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা এবং সহকারী হিসাবরক্ষণ ও সমমানের অন্যান্য পদকে উপ সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা নামকরণসহ যথাক্রমে ১০ ও ১১ তম গ্রেডে উন্নীত করার দাবি জানিয়েছে বাংলাদেশ সহকারী হিসাবরক্ষণ এসোসিয়েশন। এসময় তারা ৫ দফা দাবি জানিয়ে বলেন, দাবি না মানা হলে আন্দোলনে যাবে সরকারি হিসাব রক্ষণ এ্যাসোসিয়েশন।

শনিবার ২৫ মে দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মাহবুবুল ইসলাম লাভলু এসব দাবি জানান।

তিনি বলেন, সচিবালয়ের বাইরে বিভিন্ন দপ্তর, অধিদপ্তরে কর্মরত হিসাবরক্ষক, সহকারী হিসাবরক্ষক, হিসাব সহকারি, ক্যাশিয়ারসহ একাধিক নামে বিভিন্ন পদে কর্মরত থেকে সরকারের আর্থিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছি আমরা। আমাদের হিসাব কর্মীদের বঞ্চিত করে সচিবালয়, বিভিন্ন বিভাগ সহ কয়েকটি দপ্তর এর হিসাবরক্ষক ও অন্যান্য পদে কর্মচারীদের দশম গ্রেডে উন্নীত করে সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা করা হয়েছে। ১১ তম গ্রেডে কর্মরত হিসাবরক্ষক ও ১২ থেকে ১৪ তম গ্রেডের সিনিয়র হিসাব সহকারী, ক্যাশিয়ার সহ হিসাব কোষের সমমান পদের কর্মীদের পদ পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করার জন্য আলাদা কোনো সুপারিশ করা হয়নি। ফলে, সমগ্র দেশে হিসাব কর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

সংবাদ সম্মেলনে সংগঠনের কার্যকরী সভাপতি আব্দুল হাই মোল্লার, কাজী শহিদুল ইসলাম, ইকবাল শরিফুল আক্তার, মোবারক উল্লাহ চৌধুরীসহ সংগঠনের একাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়