শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০৯:৫১ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৯, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদবী পরিবর্তন না হলে আন্দোলনে যাবে সরকারি হিসাব রক্ষণ এ্যাসোসিয়েশন

আসিফ হাসান কাজল : হিসাব রক্ষক ও সমমানের অন্যান্য পদসহ সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা এবং সহকারী হিসাবরক্ষণ ও সমমানের অন্যান্য পদকে উপ সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা নামকরণসহ যথাক্রমে ১০ ও ১১ তম গ্রেডে উন্নীত করার দাবি জানিয়েছে বাংলাদেশ সহকারী হিসাবরক্ষণ এসোসিয়েশন। এসময় তারা ৫ দফা দাবি জানিয়ে বলেন, দাবি না মানা হলে আন্দোলনে যাবে সরকারি হিসাব রক্ষণ এ্যাসোসিয়েশন।

শনিবার ২৫ মে দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মাহবুবুল ইসলাম লাভলু এসব দাবি জানান।

তিনি বলেন, সচিবালয়ের বাইরে বিভিন্ন দপ্তর, অধিদপ্তরে কর্মরত হিসাবরক্ষক, সহকারী হিসাবরক্ষক, হিসাব সহকারি, ক্যাশিয়ারসহ একাধিক নামে বিভিন্ন পদে কর্মরত থেকে সরকারের আর্থিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছি আমরা। আমাদের হিসাব কর্মীদের বঞ্চিত করে সচিবালয়, বিভিন্ন বিভাগ সহ কয়েকটি দপ্তর এর হিসাবরক্ষক ও অন্যান্য পদে কর্মচারীদের দশম গ্রেডে উন্নীত করে সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা করা হয়েছে। ১১ তম গ্রেডে কর্মরত হিসাবরক্ষক ও ১২ থেকে ১৪ তম গ্রেডের সিনিয়র হিসাব সহকারী, ক্যাশিয়ার সহ হিসাব কোষের সমমান পদের কর্মীদের পদ পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করার জন্য আলাদা কোনো সুপারিশ করা হয়নি। ফলে, সমগ্র দেশে হিসাব কর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

সংবাদ সম্মেলনে সংগঠনের কার্যকরী সভাপতি আব্দুল হাই মোল্লার, কাজী শহিদুল ইসলাম, ইকবাল শরিফুল আক্তার, মোবারক উল্লাহ চৌধুরীসহ সংগঠনের একাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়