শিরোনাম
◈ নির্বাসন শেষে প্রত্যাবর্তন: তারেক রহমানের ফেরা কি রাজনৈতিক মোড় পরিবর্তনের ইঙ্গিত? ◈ রিটার্ন দাখিলের সময় আরও একমাস বেড়েছে ◈ লটারিতে সাজা‌নো মাঠ প্রশাসন দি‌য়ে সুষ্ঠু নির্বাচন কি সম্ভব?  ◈ ২০২৬ সালে চাঁদে পা রাখবে পাকিস্তান ◈ দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজের বিকল্প কে এই কলিম সানা? ◈ সংস্কার প্রশ্নে জামায়াত-এনসিপি একমত, নির্বাচনী সমঝোতার ব্যাখ্যা দিলেন আখতার হোসেন ◈ জামায়াতের সঙ্গে সমঝোতা করলে এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে: সামান্তা শারমিন ◈ আজ শপথ নেবেন দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ◈ আরপিও সংশোধনের ধাক্কা: বিএনপিতে যোগ দিতে বিলুপ্ত হচ্ছে ছোট দল? ◈ দেশজুড়ে শীতের দাপট বাড়বে, আসছে শৈত্যপ্রবাহ ‘কনকন’

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০৯:১৪ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৯, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সহায়তা চেয়ে কারাগার থেকে  সাংবাদিকদের অ্যাসাঞ্জের চিঠি!

সান্দ্রা নন্দিনী : উইকিলিকস প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ কারাগার থেকে সহায়তা চেয়ে লেখা চিঠিতে বিশ্ববাসীকে তার পাশে দাঁড়ানোর আহ্বান জানান। কেননা, আত্মরক্ষার সকল উপায় তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এরমধ্যে একজন সাংবাদিক তার কাছে পাঠানো চিঠিটি ব্রিস্টল-ভিত্তিক নিউজ ওয়েবসাইট ‘ক্যানারি’তে প্রকাশ করেন। প্রসঙ্গত, অ্যাসাঞ্জ এই মুহূর্তে যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে বন্দি রয়েছেন। স্পুৎনিক

হাতে লেখা চিঠিতে অ্যাসাঞ্জ অভিযোগ করে বলেন, তার কাছ থেকে নিজেকে রক্ষা করার সবরকম উপাদান কেড়ে নেওয়া হয়েছে। তাকে কোনও ল্যাপটপ, ইন্টারনেট এমনকী লাইব্রেরি পর্যন্ত ব্যবহার করতে দেওয়া হচ্ছে না।
তাকে একটি ফোনকল ব্যবস্থা চালু করার জন্য সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা করতে হয়েছে। ‘ক্যাচ-২২’ টেলিফোন সার্ভিস ব্যবস্থা যেখানে তার আইনজীবী ছাড়া যারা অ্যাসাঞ্জকে ফোন করবে, তাদের সকলের সবরকম রেকর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।

চিঠিতে অ্যাসাঞ্জ বলেন, ‘আর অন্যদিকে? একটি পরাশক্তি ৯ বছর যাবত শতশত মানুষকে দিয়ে আর লাখ লাখ ডলার খরচ করে আমার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে। এই মুহূর্তে আমি সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় রয়েছি। আমি এখন কেবল তুমি এবং তোমাদের মত ভালো হৃদয়ের অন্যান্যদের আমাকে রক্ষা করার জন্য এগিয়ে আসার অপেক্ষায় দিন গুণছি। তবে আমিও ভেঙে পড়বো না। যদিও আমি খুনিদের মধ্যেই পরিবেষ্টিত রয়েছি। তবে, আমি সেইদিনই মুক্ত হবো যেদিন আমি পড়তে, কথা বলতে এবং নিজেকে ও আমার মতবাদের সুরক্ষা নিশ্চিত করতে পারবো। আর তখন অন্য সবাইকে আমার জায়গায় আসতে হবে।’

‘সত্যই শেষপর্যন্ত আমাদের কাছে থাকবে’,বলে চিঠিটি শেষ করেন অ্যাসাঞ্জ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়