শিরোনাম
◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত ◈ রোববার থেকে আবার গাউন পরতে হবে আইনজীবীদের ◈ সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই: ডেপুটি গভর্নর ◈ জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০৯:১৪ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৯, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সহায়তা চেয়ে কারাগার থেকে  সাংবাদিকদের অ্যাসাঞ্জের চিঠি!

সান্দ্রা নন্দিনী : উইকিলিকস প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ কারাগার থেকে সহায়তা চেয়ে লেখা চিঠিতে বিশ্ববাসীকে তার পাশে দাঁড়ানোর আহ্বান জানান। কেননা, আত্মরক্ষার সকল উপায় তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এরমধ্যে একজন সাংবাদিক তার কাছে পাঠানো চিঠিটি ব্রিস্টল-ভিত্তিক নিউজ ওয়েবসাইট ‘ক্যানারি’তে প্রকাশ করেন। প্রসঙ্গত, অ্যাসাঞ্জ এই মুহূর্তে যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে বন্দি রয়েছেন। স্পুৎনিক

হাতে লেখা চিঠিতে অ্যাসাঞ্জ অভিযোগ করে বলেন, তার কাছ থেকে নিজেকে রক্ষা করার সবরকম উপাদান কেড়ে নেওয়া হয়েছে। তাকে কোনও ল্যাপটপ, ইন্টারনেট এমনকী লাইব্রেরি পর্যন্ত ব্যবহার করতে দেওয়া হচ্ছে না।
তাকে একটি ফোনকল ব্যবস্থা চালু করার জন্য সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা করতে হয়েছে। ‘ক্যাচ-২২’ টেলিফোন সার্ভিস ব্যবস্থা যেখানে তার আইনজীবী ছাড়া যারা অ্যাসাঞ্জকে ফোন করবে, তাদের সকলের সবরকম রেকর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।

চিঠিতে অ্যাসাঞ্জ বলেন, ‘আর অন্যদিকে? একটি পরাশক্তি ৯ বছর যাবত শতশত মানুষকে দিয়ে আর লাখ লাখ ডলার খরচ করে আমার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে। এই মুহূর্তে আমি সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় রয়েছি। আমি এখন কেবল তুমি এবং তোমাদের মত ভালো হৃদয়ের অন্যান্যদের আমাকে রক্ষা করার জন্য এগিয়ে আসার অপেক্ষায় দিন গুণছি। তবে আমিও ভেঙে পড়বো না। যদিও আমি খুনিদের মধ্যেই পরিবেষ্টিত রয়েছি। তবে, আমি সেইদিনই মুক্ত হবো যেদিন আমি পড়তে, কথা বলতে এবং নিজেকে ও আমার মতবাদের সুরক্ষা নিশ্চিত করতে পারবো। আর তখন অন্য সবাইকে আমার জায়গায় আসতে হবে।’

‘সত্যই শেষপর্যন্ত আমাদের কাছে থাকবে’,বলে চিঠিটি শেষ করেন অ্যাসাঞ্জ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়