শিরোনাম
◈ তুরস্ক-বাংলাদেশ বিমান প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়ার আকাশে তোলপাড় ◈ দুই জ‌নের ম‌ধ্যে আড়াই ঘণ্টার ফোনালাপ, ক্ষেপণাস্ত্র নিয়ে ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি পুতিনের ◈ দেশের রাজনৈতিক গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কূটনীতিকরা ◈ ত্রিপুরায় নিহত ৩ বাংলাদেশি ছিলেন চোরাচালানকারী: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়  ◈ ডিবি হারুন-অর-রশিদের ‘মুখোমুখি ইউনূস’ ভিডিও ভুয়া: যুক্তরাষ্ট্রে তিনি প্রকাশ্যে আসেননি ◈ জুলাই সনদে সই করেছেন যেসব দলের নেতারা ◈ ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তার রদবদল ◈ আমেরিকায় গ্রিন কার্ড লটারি থেকে ৩ বছরের জন্য বাদ ভারত ◈ অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড রাজস্ব আদায় ◈ আবারও জেন জি’দের বিক্ষোভ, এবার উত্তাল পেরু, পদত্যাগে অস্বীকৃতি প্রেসিডেন্ট হোসে জেরির, জরুরি অবস্থা জারি (ভিডিও)

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০৯:১৪ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৯, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সহায়তা চেয়ে কারাগার থেকে  সাংবাদিকদের অ্যাসাঞ্জের চিঠি!

সান্দ্রা নন্দিনী : উইকিলিকস প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ কারাগার থেকে সহায়তা চেয়ে লেখা চিঠিতে বিশ্ববাসীকে তার পাশে দাঁড়ানোর আহ্বান জানান। কেননা, আত্মরক্ষার সকল উপায় তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এরমধ্যে একজন সাংবাদিক তার কাছে পাঠানো চিঠিটি ব্রিস্টল-ভিত্তিক নিউজ ওয়েবসাইট ‘ক্যানারি’তে প্রকাশ করেন। প্রসঙ্গত, অ্যাসাঞ্জ এই মুহূর্তে যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে বন্দি রয়েছেন। স্পুৎনিক

হাতে লেখা চিঠিতে অ্যাসাঞ্জ অভিযোগ করে বলেন, তার কাছ থেকে নিজেকে রক্ষা করার সবরকম উপাদান কেড়ে নেওয়া হয়েছে। তাকে কোনও ল্যাপটপ, ইন্টারনেট এমনকী লাইব্রেরি পর্যন্ত ব্যবহার করতে দেওয়া হচ্ছে না।
তাকে একটি ফোনকল ব্যবস্থা চালু করার জন্য সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা করতে হয়েছে। ‘ক্যাচ-২২’ টেলিফোন সার্ভিস ব্যবস্থা যেখানে তার আইনজীবী ছাড়া যারা অ্যাসাঞ্জকে ফোন করবে, তাদের সকলের সবরকম রেকর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।

চিঠিতে অ্যাসাঞ্জ বলেন, ‘আর অন্যদিকে? একটি পরাশক্তি ৯ বছর যাবত শতশত মানুষকে দিয়ে আর লাখ লাখ ডলার খরচ করে আমার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে। এই মুহূর্তে আমি সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় রয়েছি। আমি এখন কেবল তুমি এবং তোমাদের মত ভালো হৃদয়ের অন্যান্যদের আমাকে রক্ষা করার জন্য এগিয়ে আসার অপেক্ষায় দিন গুণছি। তবে আমিও ভেঙে পড়বো না। যদিও আমি খুনিদের মধ্যেই পরিবেষ্টিত রয়েছি। তবে, আমি সেইদিনই মুক্ত হবো যেদিন আমি পড়তে, কথা বলতে এবং নিজেকে ও আমার মতবাদের সুরক্ষা নিশ্চিত করতে পারবো। আর তখন অন্য সবাইকে আমার জায়গায় আসতে হবে।’

‘সত্যই শেষপর্যন্ত আমাদের কাছে থাকবে’,বলে চিঠিটি শেষ করেন অ্যাসাঞ্জ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়