শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ১০:০৯ দুপুর
আপডেট : ২৫ মে, ২০১৯, ১০:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রার্থীদের নাম, প্রতীকে ধর্মের ব্যবহার হয়েছে কি? ইসিকে জানাতে বলল দিল্লি হাইকোর্ট

মৌরী সিদ্দিকা : দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেন্দ্র মেনন ও বিচারপতি এ জে ভাম্বানিকে নিয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ একটি জনস্বার্থ মামলায় শুক্রবার ওই নোটিস দিয়েছে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারকে। - আনন্দবাজার

রাজনৈতিক দলগুলির প্রার্থীদের নামে ধর্মীয় দ্যোতনার ব্যবহার হচ্ছে কি না বা তাঁদের প্রতীকে জাতীয় পতাকার মতো কিছু ব্যবহার করা হচ্ছে কি না, সে ব্যাপারে সব কিছু জানানোর জন্য নির্বাচন কমিশন ও কেন্দ্রকে নোটিস পাঠাল দিল্লি হাইকোর্ট। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেন্দ্র মেনন ও বিচারপতি এ জে ভাম্বানিকে গড়া একটি ডিভিশন বেঞ্চ একটি জনস্বার্থ মামলায় শুক্রবার ওই নোটিস দিয়েছে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারকে। মামলার পরের শুনানির দিন ধার্য হয়েছে ১৭ জুলাই।

বিষয়টি খতিয়ে দেখার জন্য বিজেপি নেতা অশ্বিনী কুমার উপাধ্যায় একটি জনস্বার্থ মামলা করেছেন দিল্লি হাইকোর্টে।
পিটিশনে উপাধ্যায়ের বক্তব্য, এ ব্যাপারে ১৯৫১-র জনপ্রতিনিধিত্ব আইনে কোনও ফাঁকফোকড় থেকে গেছে কি না, তা খতিয়ে দেখা হোক। দেখা হোক, রাজনৈতিক দলগুলির প্রার্থীরা ভোটে তার কোনও সুযোগ নিচ্ছেন কি না। এই সব খতিয়ে দেখা হলে ভোটপর্ব অনেক বেশি অবাধ ও সুষ্ঠু হবে বলেও আদালতে জানিয়েছেন বিজেপি নেতা উপাধ্যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়