আবু সুফিয়ান রতন : ঢালিউডে বইছে ঈদের ছবির হাওয়া। মুক্তির অপেক্ষায় থাকা বাণিজ্যিক ধারার তিন ছবির মধ্যে অন্যতম আকর্ষণ শাকিব খান ও বুবলী অভিনীত ছবি ‘পাসওয়ার্ড’। দেশে শুটিং শেষ করে দিন কয়েক আগে তুরস্কে ৩টি গানের শুটিংয়ে গিয়েছিলেন সময়ের সবচেয়ে আলোচিত এই জুটি।
দেশটির চোখ জুড়ানো একাধিক লোকেশনে ঠিকঠাকভাবে গানের শুটিং সেরে বৃহস্পতিবার দেশে ফিরেছেন শাকিব খান ও বুবলী। গতকাল শুক্রবার দুপুরে ঢালিউডের এই সুপারস্টার জানালেন, ইস্তানবুল, আনাতোলিয়া, কাপাডোকিয়া, পামুকালের বিশ্ববিখ্যাত কয়েকটি স্থানে শুটিং সেরে আপাতত ক্লান্ত। দেশে ফিরে পুরোপুরি বিশ্রাম নিচ্ছেন।
শাকিব খান বললেন, আমার কো-প্রোডাকশনের ছবিগুলো ও গান দেখে সবাই বাহবা দিয়েছিলেন। এবার একই মান বজায় রেখে ‘পাসওয়ার্ড’ নির্মাণ করেছি। সবগুলো গানের শুটিং একইমান রেখেছি। চিত্রধারণে আন্তর্জাতিকমান বজায় রেখেছি। বেশি কিছু বলতে চাই না। এতটুকু নিশ্চয়তা দিচ্ছি, গান প্রকাশ হলে সবাই প্রশংসা করবে। গান দেখে সবার প্রাউড ফিল হবে। সম্পাদনা : খালিদ আহমেদ