লিউনা হক: পাকিস্তান ও আফগানিস্তানে শুক্রবার জুমা নামাজের সময় সন্ত্রাসীদের বোমা হামলায় কমপক্ষে ২ জন নিহত ও ৩১ জন আহত হয়েছেন। পাকিস্তানের কোয়েটা শহরে ও আফগানিস্তানের রাজধানী কাবুলে একজন করে নিহত এবং যথাক্রমে ১৫ ও ১৬ জন আহত হন।
দুই দেশের কোন জঙ্গিগোষ্ঠিই এই হামলার দায় স্বীকার করেনি।
মুসলিম দেশ হওয়া স্বত্তে¡ও পবিত্র জুমা নামাজে এই ধরনের বোমা হামলার ঘটনার কারণে জনজীবন হুমকীর মুখে আছে বলে সেখানকার স্থানীয়রা মনে করছেন।