মহিব আল হাসান : ইস্পাহানি আরিফ জাহানের যৌথ পরিচালনায় নির্মিত ‘নায়ক’ সিনেমাটি সারাদেশে ৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত বছরের ১৯ অক্টোবর। সিনেমাটিতে বাপ্পীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেন অধরা খান। আর এই সিনেমার মাধ্যমে রুপালি জগতের নায়িকা হয়ে আত্মপ্রকাশ করেন তিনি। সিনেমাটি মুক্তির আগেই গত বছেরর জুনে এই নায়িকাকে নিয়েই ‘ড্রিমগার্ল’ শিরোনামের একটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন নির্মাতা।
প্রথমদিকে ‘ড্রিমগার্ল’ শিরোনাম দিয়ে করার কথা থাকলেও তা পরিবর্তন করে রাখা হয় সুন্দরীতমা। কিন্তু আগের নাম বহাল রেখেই গত ২৪ মার্চ রোববার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র কর্পোরেশন (বিএফডিসি) এর জহির রায়হান কালার ল্যাবে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। মহরত অনুষ্ঠানে সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য অধরা খানকে পরিচয় করে দেওয়া হয়।
এবার শোনা গেল সিনেমার গল্প নিয়ে। কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস ‘হৃদিতা’ অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমাটির গল্প। সম্প্রতি লেখক আনিসুল হক ও পরিচালক ইস্পাহানি আরিফ জাহানের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে। এ নিয়ে সংবাদ মাধ্যমে খবরও প্রকাশ করা হয়। তবে এসব পুরানো খবর। নতুন খবর হলো ‘হৃদিতা’ শিরোনামের সিনেমা থেকে বাদ পড়ছেন অধরা খান। খোঁজা হচ্ছে নতুন নায়িকা।
এ বিষয়ে যুগল নির্মাতা ইস্পাহানি আরিফ জাহান আমাদের সময় ডট কমকে বলেন, ‘সিনেমার গল্পের উপর গুরুত্ব রেখে নতুন নায়িকা নিয়ে কাজ করতে যাচ্ছি। প্রথমদিকে মনে হচ্ছিলো আনিসুল হকের গল্প ‘হৃদিতা’য় অধরা খান পারফেক্ট। কিন্তু গল্পের চিত্রনাট্য করার পর নায়িকার চরিত্রটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। আর একারণে আমার কাছে মনে হলো অধরা খানকে দিয়ে এই সিনেমাটি করানো যাবে না। কারণ এমন ধরণের গল্পে সে অভিনয় করতে পারবে না।
নির্মাতারা গল্প চিন্তা না করেই সিনেমার নাম সিলেক্ট করে নায়ক-নায়িকা নিয়ে মহরত করেন কী আলোচনায় আসার জন্য? জানতে চাইলে তিনি জানান, মূলত যে গল্পটি নিয়ে মহরত করেছি সেই গল্পটি নিয়ে সিনেমা নির্মাণ করছি না। তাই নতুন গল্প নিয়ে নতুন সিনেমার জন্য নতুন নায়িকা খুঁজছি।
‘হৃদিতা’ সিনেমাটি থেকে বাদ পড়া নিয়ে অধরা খান বলেন, আসলে আমার সাথে এ বিষয়ে কোনও কথা হয়নি। আমি কিছুই জানি না। ইস্পাহানি স্যার আমার গুরুজন, তাকে সম্মান করেই বলছি এই সিনেমায় কাজ করার জন্য আমার সাথে নির্মাতার কথা হয়। এবং সিনেমার গল্পও আমাকে দেওয়া হয়। আমি গল্পটি পড়ি। তারপর আমাকে নিয়েই এই সিনেমাটি করার বিষয়ে আলোচনা হয়। তখনও এই সিনেমায় আমি কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য ঠিক ছিলাম। গণমাধ্যমে খবরও আসে৷ তবে এখন পর্যন্ত বাদ দেওয়ার বিষয়ে আমি কিছু জানি না। উনি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সেটি আমি দেখেছি। কিন্তু আমার বিষয়ে কোনও কিছু লিখেননি তিনি। তবে এটুকু বলবো যেটা ভালো মনে করবেন উনি, সেটাই করবেন।