শিরোনাম
◈ আচরণবিধি লঙ্ঘন, সারজিস আলম ও নওশাদকে শোকজ ◈ ‘বাংলাদেশের প্রতি অবিচার করেছে আইসিসি’ ◈ বাংলাদেশকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে যা জানিয়েছে আইসিসি ◈ বিশ্বকাপ বাছাইয়ে এবার আয়ারল‌্যান্ড‌কে হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ গণভোটে "হ্যাঁ"র পক্ষে প্রচার চালাতে সরকারী কর্মকর্তাদের সামনে কোনও আইনগত বাধা নেই: অধ্যাপক আলী রীয়াজ ◈ ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়, প্রশ্ন রিজভীর ◈ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি ◈ সরকারি সুবিধা একীভূত করতেই ফ্যামিলি ও ফার্মার কার্ড: তারেক রহমান (ভিডিও) ◈ উপসাগরের পথে মার্কিন রণতরী, ইরানে হামলার শঙ্কায় বিশ্বজুড়ে ফ্লাইট বাতিল ◈ দ্রুত পোস্টাল ভোট পাঠাতে ইসির অনুরোধ, ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার পর পাওয়া পোস্টাল ব্যালট গণনায় আসবে না

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০৭:৩৯ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৯, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশেরও সুযোগ আছে বিশ্বকাপ জিতার, বললেন সাকিব

স্পোর্টস ডেস্ক : ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলে। সেই দিন ভারতকে হারিয়ে সেমি-ফাইনালে যেতে পারেনি। কিন্তু বর্তমানে বাংলাদেশ আরো পরিণত শক্তিশালী দল। তাদের দিনে এখন যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখে। যদি আসন্ন বিশ্বকাপের ফাইনালও খেলে তবে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের শিরোপা জিতারও সুযোগ আছে এমিন ইঙ্গিত দিলেন ওয়ানডে দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান।

সম্প্রতি আইসিসি ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন সাকিব। ব্যাটে বলে আয়ারল্যান্ড ও উইন্ডিজদের বিপক্ষে দাপুটে পারফর্মেন্স দিয়েছেন। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন হিসেবে দেখার আশাবাদ ব্যক্ত করেন তিনি। সাকিব বলেন, ‘এবার আমাদের ভালো সুযোগ আছে শিরোপা জয় করার। কিন্তু বিশ্বকাপের ফরম্যাট চিন্তা করলে আমাদের যথেষ্ট ধারাবাহিক পারফর্মেন্স দিতে হবে। আমরা যদি ধারাবাহিক থাকতে পারে, আমরা অবশ্যই নক আউট পর্বে যেতে পারব এবং সেখান থেকে আরও সামনে অগ্রসর হতে পারব। আমি নিশ্চিত আমরা এবার ভালো করব। ব্যক্তিগতভাবে আমি মনে করি, বাংলাদেশ এবার বিশ্বকাপ জিতবে। তবে অনেক কিছু আমাদের পক্ষে যেতে হবে।’

বাংলাদেশ দল সা¤প্রতিক সময়ে যথেষ্ট ধারাবাহিক পারফর্মেন্স দিয়ে আসলে সাকিবকে ভাবাচ্ছে বাংলাদেশের বোলিং আক্রমণ। তবে দলের অভিজ্ঞ ক্রিকেটাররা চাপের মুখে দায়িত্বশীল পারফর্মেন্স দিতে পারলে ভালো ফলাফল সম্ভব।

তার মতে, ‘আমি মনে করি আমাদের দলটা ভালো। আমি বোলিং নিয়ে একটু চিন্তিত, ইনিংসের শুরু ও শেষের বোলিংয়ে। তবে আমি আত্মবিশ্বাসী আমরা ভালো করব। আমাদের দলে যথেষ্ট অভিজ্ঞতা আছে। আমরা জানি আমাদের কি করতে হবে। আমি আত্মবিশ্বাসী। যে কেউই নিজেদের দিনে জয় পেতে পারে। ধারাবাহিকতা বড় বিষয় হবে এবারের বিশ্বকাপে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়