শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০৬:৫৫ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৯, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অজিদের ষষ্ঠ শিরোপা আনতে পারে স্পিনার, বললেন পন্টিং

স্পোর্টস ডেস্ক : আসন্ন ইংল্যান্ডে বিশ্বকাপের ১২তম আসরের পর্দা উঠবে। এর আগে এগারো আসরের মধ্যে বেশি শিরোপা নিয়েছে অস্ট্রেলিয়া। পাঁচটি শিরোপা নিজের করে নিয়েছে হলুদ জার্সিরা। সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের হাত ধরেই এসেছে দু’টি। অজিরা এখন ছয় নম্বর বিশ্বকাপ জয়ের মাজখানে দাঁড়িয়ে আছে। তবে তাদের জয় এনে দিতে পারে স্পিনার। এমনই মনে করছেন বিশ্বজয়ী পন্টিং।

তার বক্তব্য, ‘অস্ট্রেলিয়া বিশ্বকাপে কেমন ফল করবে সেটা দু’টো বিষয়ের উপর নির্ভর করছে। এক- অস্ট্রেলিয়া স্পিন বোলিংটা কেমন করবে। দুই- ব্যাটসম্যানরা স্পিন বোলিংটা কেমন খেলবে।’

স্পিন ব্রিগেডে ব্যাগি গ্রিন বাহিনীর জোড়া বাজি নাথন লায়ন এবং অ্যাডাম জাম্পা। তৃতীয় স্পিনার হিসেবে আছেন গেøন ম্যাক্সওয়েলও। পন্টিংয়ের কথায়, ‘এখন জাম্পা খুব ভালো বোলিং করছে। লায়নের মতো অভিজ্ঞ বোলার টিমে রয়েছে। এছাড়া ম্যাক্সওয়েল বরাবরই স্পিন বিভাগের হয়ে যেখানে যখন সুযোগ পেয়েছে, গুরুত্বপূর্ণ ভ‚মিকা নিয়েছে।’

পন্টিং জোর দিয়ে বলেন, ব্যাটসম্যানদের স্পিন খেলার দক্ষতার উপরও অনেক কিছু নির্ভর করছে। তার বক্তব্য, ‘আগে আমাদের ব্যাটসম্যানরা যা স্পিন খেলত, এখন তার থেকে অনেক ভালো খেলতে পারে। ওয়ার্নার আর স্মিথ ফিরে আসায় মিডল অর্ডার এখন অনেক শক্তিশালী। বিশেষ করে স্পিনের বিরুদ্ধে খেলার ব্যাপারে।’

আসলে স্মিথ-ওয়ার্নারকে নিয়ে স্বপ্ন দেখছেন অস্ট্রেলিয়ার সহকারী কোচ পন্টিং। তবে তিনি মানছেন, স্মিথ এখনও ১০০ শতাংশ ফিট নন। পন্টিং জানান, ‘দু’জনই ভালো খেলছে। আবার মনে হয়, এখনও ১০০ শতাংশ ফিট নয় স্মিথ। তবে চ‚ড়ান্ত ফিটনেসের থেকে খুব বেশি দূরে নেই সে। কিন্তু ওয়ার্নার দারুণ ফর্মে আছে। ব্যাটসম্যান হিসেবে আইপিএলে রীতিমতো আধিপত্য দেখিয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়