মেজর (অব.) আখতারুজ্জামান : সরকার কৃষকের দাবি ধানের সংগ্রহ মূল্য বৃদ্ধি না করে হঠাৎ বিভিন্ন উপজেলা পর্যায়ে ডিসি ও সরকারি কর্মকর্তাদের দিয়ে ঘটা করে মাত্র আটশো পঞ্চাশ টাকা মণ দরে কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করছে বলে কম গুরুত্বপূর্ণ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে খবরের নামে প্রচার করে যাচ্ছে। এটি খুবই অনভিপ্রেত, অনাকাক্সিক্ষত এবং জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়। কৃষক ধানের ন্যায্য দামের জন্য সেখানে সংগ্রাম করছে সেখানে মূল কৃষকদের পাশ কাটিয়ে এবং কৃষকদের প্রাণের দাবিকে মাটিচাপা দিয়ে সরকার ধান সংগ্রহের নতুন প্রতারণা শুরু করেছে।
রাজনৈতিক দলমত নির্বিশেষে সবার কাছে বিনীত আবেদন, আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে কৃষকের পাশে দাঁড়াই এবং কৃষক বাঁচাই, দেশ বাঁচাই। ফেসবুক থেকে