তানভীর আহমেদ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য দারুণ একটা সুখবর দিয়েছে টাইমস হায়ার এডুকেশনের চিফ নলেজ অফিসার ফিল বেটি, আজ বিকেলে তার লন্ডন অফিসে দীর্ঘ একঘণ্টা বৈঠকের পর সুখবরটা জানালেন ফিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনাগ্রহের কারণে ২০১৯ সালের তালিকায় নাম আসেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের।
আগামী সেপ্টেম্বরে প্রকাশিতব্য ২০২০ সালের তালিকায়ও নাম অন্তর্ভুক্তির সময় পেরিয়ে গিয়েছিলো, তবে সম্প্রতি লন্ডনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হওয়ার পর টাইমস হায়ার এডুকেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আরও তিন সপ্তাহ সময় বাড়ানোর এই বিশেষ সুবিধার কথা জানালেন। এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত এই সুযোগটাকে কাজে লাগাতে পারলে আগামী ২০২০ সালের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম নিবন্ধন সময়ের ব্যাপার মাত্র। ফেসবুক থেকে