শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০২:২৬ রাত
আপডেট : ২৩ মে, ২০১৯, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পাসওয়ার্ড’ সিনেমা দিয়েই মিলবে নির্মাতার পরিচয়!

মহিব আল হাসান : আসন্ন ঈদের জন্য প্রস্তুত ‘পাসওয়ার্ড’ ছবিটি। ছবিটির দৃশ্যধারণ দেশে হলেও এর তিনটি গানের শুটিং করা হয় তুরস্কের ইস্তানবুলে। এরই মধ্যে ছবিটির এডিটিং শেষ হয়েছে। ছবিটি সেন্সর সনদ পেতে আজ সেন্সরবোর্ডে জমা দেওয়া হচ্ছে। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও বুবলী। তবে ছবির প্রথম লুক সামাজিক মাধ্যমে প্রকাশ করার পর থেকেই নকলের অভিযোগ তুলেছেন সামাজিক ব্যবকারীরা। তবে বিষয়টি মানতে নারাজ নির্মাতা মালেক আফসারী।

‘পাসওয়ার্ড’ ঈদের সেরা ছবি দাবি করে নির্মাতা মালেক আফসারী বলেন, ‘দর্শকদের হলে ধরে রাখতেই আমি সবসময় ব্যাতিক্রমধর্মী সিনেমা নির্মাণ করে থাকি। ‘পাসওয়ার্ড’ ঠিক তেমন একটি ছবি। এ ছবিতে দর্শক মন জুড়ানো সংলাপ শুনতে পারবেন। ছবিতে আছে রোমান্টিক, অ্যাকশন, আবার আবেগপূর্ণ দৃশ্য। একথায় দর্শকরা একটি অন্যরকম সিনেমা উপভোগ করবেন। ছবিটি কোনও ছবির সঙ্গে দর্শক মিল খুঁজে পাবেন না। আশাকরি সময়ের সেরা ছবি হতে যাচ্ছে এটি।’

‘পাসওয়ার্ড’ সিনেমাটি অন্যকোনো ছবির সাথে মিলবে না দাবী করছেন নির্মাতা, কিন্তু বিগততে এই নির্মাতার অন্যসকল মুক্তিপ্রাপ্ত ছবি দেখলে বোঝা যায় তার পরিচালনায় নির্মিত ছবিগুলো অন্য ভাষার ছবি থেকে নেওয়া। এমনকি গেলো বছর ১৫ ডিসেম্বের মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অন্তর জ্বালা’ ছবিটি মৌলিক ছবি দাবি করলে দেখা যায় সেটা তামিল 'ভেল' ছবির এর পোশাক, গান ও ফ্রেম টু ফ্রেম কপি করা। তবে এবার ‘পাসওয়ার্ড’ সিনেমাটি নিয়ে নির্মাতা মালেক আফসারী জোড় গলায় বলছেন সিনেমাটি সবচেয়ে আলাদা হবে, দর্শকদের ভালো লাগবে। এখন দেখার অপেক্ষা ছবিটি কতটা দর্শক টানতে পারে হলে।

চলচ্চিত্রের সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে মৌলিক গল্পের ছবি কমে যাওয়া ও অন্য ভাষার ছবির নকল করে নির্মাণের কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে। অনেক নির্মতারা কপি ছবি বানিয়ে নিজেদের বলে ঢোল পিটিয়ে মুক্তি দিয়ে থাকেন। পরবর্তী হলে দর্শক গিয়ে দেখেন ছবিটি অন্য দেশের ছবির নকল। তখন সেই দর্শকরা সিনেমার প্রতি ভালোবাসাটা হারিয়ে ফেলেন।

সামাজিক মাধ্যমে এই নির্মাতা ছবির প্রচারণার জন্য বেশকিছু পোস্ট করেছেন। সেই পোস্টগুলো ঘেটে দেখলে বুঝা যায় বর্তমান প্রজন্মের দর্শকদের সন্দেহ রয়েছে মালেক আফসারীর নির্মাণে ছবি দেখার। কারণ অনেকে প্রশ্ন করেছেন তার পোস্টে গিয়ে যে এবারের ঈদের ছবি আপনার বিগত নির্মাধীন ছবির মতো অন্যভাষার ছবির কপি হচ্ছে না? এ নিয়ে দিধাদ্বন্দ্বে সাধারণ দর্শকরা। আবার কেউ লিখেছেন ‘পাসওয়ার্ড’ সিনেমা হলে দেখতে গিয়ে নকল ধরা পড়বে না তো? একজন শাকিবিয়ান নির্মাতা কে উল্লেখ করে লিখেছেন, কপি সিনেমা বানান আর সাধারণ দর্শকদের সাথে চাপা মারেন। আমাদের প্রিয় সুপারস্টারকে পঁচাতে পারেন। আবার শামীম নামে একজন লিখেছেন ‘পাসওয়ার্ড’ সিনেমা দিয়েই মিলবে নির্মাতার পরিচয়! কারণ ঈদে ছবিটি যদি ভালো চলে তাহলেই আফসারী আফসারী বলে সকলে চিল্লাহবো ভালো ছবি নির্মাণ করেছেন। আবার সেটা খারাপ কিংবা কপি হলে দর্শক তাকেই ধুয়ে দিবেন।

এতকিছুর পর সিনেমাপ্রেমীরা চাচ্ছেন দেশে ভালো সিনেমা নির্মাণ হোক। সিনেমাটি যেন দেশীয় গল্পে নির্মাণ হয়। সাধারণ দর্শকরা নিজের দেশের ছবি দেখতেই বেশি পছন্দ করেন।

এই ছবির মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর আবারও চলচ্চিত্র প্রযোজনা করছেন শাকিব খান। ছবিটি পরিচালনা করেছেন মালেক আফসারী। এর আগে ২০১৪ সালে তিনি প্রথম প্রযোজনা করেন বদিউল আলম খোকন পরিচালিত ‘হিরো দ্য সুপারস্টার’। সেই ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়