শিরোনাম
◈ ফিলিং স্টেশন-দোকানে ঝুলছে ‘গ্যাস নেই’, চরম বিপাকে গ্রাহকরা ◈ ৬৬টি আন্তর্জা‌তিক সংস্থা থেকে যুক্তরাষ্ট সরে যাওয়ার কারণে কতটা ক্ষতিগ্রস্ত হবে বাংলা‌দেশ ◈ বিক্ষোভ ছড়িয়ে ক্ষমতায় আসতে চান ইরানের যে নির্বাসিত নেতা ◈ আগামী নির্বাচনের ফলাফলে সুইং ভোটাররা 'প্রভাবক' হয়ে উঠতে পারেন ◈ মুক্ত বিশ্বকোষে উইকিপিডিয়া নিরপেক্ষতা হারাচ্ছে, মুছে ফেলা হচ্ছে জুলাই শহীদদের পেইজ! ◈ রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে আবারও স্প‌্যা‌নিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা ◈ মার্তিনেল্লির হ্যাটট্রিকের রাতে জয় পে‌লো আর্সেনাল ও লিডস ◈ পাবনায় কারাগারে আ.লীগ নেতা প্রলয় চাকীর মৃত্যু ◈ ট্রাম্পকে ইরানের নেতাদের ‘হত্যা’র আহ্বান মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের ◈ সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ১১:০৪ দুপুর
আপডেট : ২২ মে, ২০১৯, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজানে নীরব তিতাস, সুযোগ ব্যবহারে মরীয়া গ্যাস চোরাকারবারীরা

মামুন মোল্লা, সাভার : রমজান মাস উপলক্ষে উচ্ছেদ অভিযান বন্ধ রেখেছে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেটেড কর্তৃপক্ষ। এই সুযোগ কাজে লাগিয়ে গ্যাস চোরাকারবারীরা নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ততম দিন কাটাচ্ছে বলে জানা গেছে।

গতকাল সোমবারসহ গোটা মাস ধরেই আশুলিয়ার কাঠগড়া, পানধোয়ার আমবাগান এলাকায় চলছে অবৈধ গ্যাস সংযোগের কাজ, সেই সাথে উত্তোলন করা হচ্ছে ঈদ উপলক্ষে মাসোয়ারা। তথ্য সূত্রে জানা গেছে এই গ্যাস চোরাকারবারীর সাথে পানধোয়া এলাকায় যুক্ত আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুল্লাহ আল নোমান এবং কাঠগড়া এলাকার স্থানীয় ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তি শাহিন পালোয়ান সহ অনেকেই।

এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঠিকাদার বলেন, আমরা বৈধ ভাবে ব্যবসা করি। আমারা  ১০টা লাইনের সংযোগের কাজ যতটা সময়ের মধ্যে করে থাকি অন্য দিকে অবৈধ পথ অবলম্বন কারীরা সংযোগদেয় প্রায় ১০ হাজার । কারণ ওদের কোন বাধ্য-বাধকতা নেই, সংযোগ দিলেই টাকা, যতদ্রুত সংযোগ প্রদান করবে তাদের টাকা পাহাড়ও তত দ্রুত বৃদ্ধি পাবে। এতে সরকার হারাচ্ছে মোটা অংকের রাজস্ব। তবে তিতাস কর্তৃপক্ষকে আরও কঠোর অবস্থানে থাকতে হবে এবং অপরাধীদের বিরুদ্ধে নিতে হবে কঠোর ব্যবস্থা। তাহলেই এই দুর্নীতি প্রতিরোধ  করা সম্ভব ।

এব্যাপারে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, রমজান মাস উপলক্ষে আমাদের  অভিযান বন্ধ। ঈদের পর থেকে এই অভিযান আবারও শুরু হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়