শিরোনাম
◈ ঘন কুয়াশার চাদরে রাজধানী, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন ◈ জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী জোট নিয়ে ১০১ আলেমের তিন আপত্তি ◈ বিটিআরসি কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় আটক ২৮ ◈ মানবাধিকার সংগঠনের চোখে বাংলাদেশে 'মব সন্ত্রাস' উদ্বেগজনক, থামছে না কেন ◈ দেশের স্বার্থে বিএনপি-জামায়াত একসাথে কাজ করবে: জামায়াত আমির  (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলা‌দে‌শে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হলো না কেন? ◈ নেতৃত্ব বদলালেও সার্কের স্বপ্ন শেষ হয়নি: প্রধান উপদেষ্টা ◈ তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ ◈ তারেক রহমানের সাথে ডাকসু ভিপির সাক্ষাৎ, রাজনীতিতে নিজেদের মধ্যে ভিন্নতা বা বিভাজন থাকাটা গণতান্ত্রিক সৌন্দর্য ◈ বিমানের রেকর্ড মুনাফা: আয় ১১ হাজার কোটি ছাড়াল, লাভ বেড়েছে ১৭৮ শতাংশ

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ১১:০৪ দুপুর
আপডেট : ২২ মে, ২০১৯, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজানে নীরব তিতাস, সুযোগ ব্যবহারে মরীয়া গ্যাস চোরাকারবারীরা

মামুন মোল্লা, সাভার : রমজান মাস উপলক্ষে উচ্ছেদ অভিযান বন্ধ রেখেছে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেটেড কর্তৃপক্ষ। এই সুযোগ কাজে লাগিয়ে গ্যাস চোরাকারবারীরা নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ততম দিন কাটাচ্ছে বলে জানা গেছে।

গতকাল সোমবারসহ গোটা মাস ধরেই আশুলিয়ার কাঠগড়া, পানধোয়ার আমবাগান এলাকায় চলছে অবৈধ গ্যাস সংযোগের কাজ, সেই সাথে উত্তোলন করা হচ্ছে ঈদ উপলক্ষে মাসোয়ারা। তথ্য সূত্রে জানা গেছে এই গ্যাস চোরাকারবারীর সাথে পানধোয়া এলাকায় যুক্ত আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুল্লাহ আল নোমান এবং কাঠগড়া এলাকার স্থানীয় ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তি শাহিন পালোয়ান সহ অনেকেই।

এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঠিকাদার বলেন, আমরা বৈধ ভাবে ব্যবসা করি। আমারা  ১০টা লাইনের সংযোগের কাজ যতটা সময়ের মধ্যে করে থাকি অন্য দিকে অবৈধ পথ অবলম্বন কারীরা সংযোগদেয় প্রায় ১০ হাজার । কারণ ওদের কোন বাধ্য-বাধকতা নেই, সংযোগ দিলেই টাকা, যতদ্রুত সংযোগ প্রদান করবে তাদের টাকা পাহাড়ও তত দ্রুত বৃদ্ধি পাবে। এতে সরকার হারাচ্ছে মোটা অংকের রাজস্ব। তবে তিতাস কর্তৃপক্ষকে আরও কঠোর অবস্থানে থাকতে হবে এবং অপরাধীদের বিরুদ্ধে নিতে হবে কঠোর ব্যবস্থা। তাহলেই এই দুর্নীতি প্রতিরোধ  করা সম্ভব ।

এব্যাপারে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, রমজান মাস উপলক্ষে আমাদের  অভিযান বন্ধ। ঈদের পর থেকে এই অভিযান আবারও শুরু হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়