শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ১১:০৪ দুপুর
আপডেট : ২২ মে, ২০১৯, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজানে নীরব তিতাস, সুযোগ ব্যবহারে মরীয়া গ্যাস চোরাকারবারীরা

মামুন মোল্লা, সাভার : রমজান মাস উপলক্ষে উচ্ছেদ অভিযান বন্ধ রেখেছে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেটেড কর্তৃপক্ষ। এই সুযোগ কাজে লাগিয়ে গ্যাস চোরাকারবারীরা নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ততম দিন কাটাচ্ছে বলে জানা গেছে।

গতকাল সোমবারসহ গোটা মাস ধরেই আশুলিয়ার কাঠগড়া, পানধোয়ার আমবাগান এলাকায় চলছে অবৈধ গ্যাস সংযোগের কাজ, সেই সাথে উত্তোলন করা হচ্ছে ঈদ উপলক্ষে মাসোয়ারা। তথ্য সূত্রে জানা গেছে এই গ্যাস চোরাকারবারীর সাথে পানধোয়া এলাকায় যুক্ত আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুল্লাহ আল নোমান এবং কাঠগড়া এলাকার স্থানীয় ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তি শাহিন পালোয়ান সহ অনেকেই।

এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঠিকাদার বলেন, আমরা বৈধ ভাবে ব্যবসা করি। আমারা  ১০টা লাইনের সংযোগের কাজ যতটা সময়ের মধ্যে করে থাকি অন্য দিকে অবৈধ পথ অবলম্বন কারীরা সংযোগদেয় প্রায় ১০ হাজার । কারণ ওদের কোন বাধ্য-বাধকতা নেই, সংযোগ দিলেই টাকা, যতদ্রুত সংযোগ প্রদান করবে তাদের টাকা পাহাড়ও তত দ্রুত বৃদ্ধি পাবে। এতে সরকার হারাচ্ছে মোটা অংকের রাজস্ব। তবে তিতাস কর্তৃপক্ষকে আরও কঠোর অবস্থানে থাকতে হবে এবং অপরাধীদের বিরুদ্ধে নিতে হবে কঠোর ব্যবস্থা। তাহলেই এই দুর্নীতি প্রতিরোধ  করা সম্ভব ।

এব্যাপারে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, রমজান মাস উপলক্ষে আমাদের  অভিযান বন্ধ। ঈদের পর থেকে এই অভিযান আবারও শুরু হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়