শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৮:৪৪ সকাল
আপডেট : ২১ মে, ২০১৯, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বিশ্বকাপে স্পিনের দুবলর্তা ভোগাবে বাংলাদেশকে’

নিজস্ব প্রতিবেদক: গত শুক্রবার শেষ হওয়া আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে অপ্রতিরোধ্য বাংলাদেশ। পুরো সিরিজে একের পর এক চোখ ধাঁধানো জয় তুলে নিয়েছে টাইগাররা। শেষটা দেখেও অবাক ক্রিকেট বিশ্ব। ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বৃষ্টি আইনে ২৪ ওভারে জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ছিল ২১০ রান। জবাবে ব্যাট করতে নেমে ২২ ওভার ৫ বলে ৫ উইকেট হারিয়ে শিরোপা হাতে তুলে নেয় টিম বাংলাদেশ।

এই জয়ের ফলে দীর্ঘ ১০ বছরের আক্ষেপ ঘুচিয়ে প্রথমবারের মতো কোন টুর্নামেন্টের শিরোপা জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে টিম বাংলাদেশের এমন দুর্দান্ত পারফরম্যান্স দেখে নড়েচড়ে বসেছেন ক্রিকেট বোদ্ধারা। প্রসংশায় ভাসাচ্ছেন টাইগারদের। তবে বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশের স্পিন বিভাগকে নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম।

তার মতে, বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশের স্পিন বিভাগ অনেকটাই দুর্বল। তাই বাকি বোলাররা প্রত্যাশার প্রাপ্তি মেলাতে না পারলে, ব্যাটনসম্যানদের জন্য চাপের বড় কারণ হয়ে দাঁড়াবে। শুধু তাই না। বিশ্ব ক্রিকেটে যখন লেগ স্পিনারদের রাজত্ব করছে। এর বিপরীত চিত্রে বাংলাদেশ। একজন রিষ্ট স্পিনারের হাহাকার। তবে, ভবিষ্যতের কথা ভেবে এই ঘাটতি পূরণ করার পরামর্শ দিলেন ফাহিম ক্রিকেট বোর্ডকে।

নাজমুল আবেদীন ফাহিম বলেন, রানের গতি কমানোর জন্য উইকেট নেয়াটা খুবই জরুরি। সেখানে লেগ স্পিনারের চাইতে বেটার অপশন নেই। ওভারঅল ব্যাটিংয়ের তুলনায় আমাদের বোলিং কিছুটা পিছিয়ে আছে। ভালো বোলিং করতে না পারলে সেটা ব্যাটসম্যানদের ওপর একটা বাড়তি চাপ নিয়ে আসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়