শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৬:২৯ সকাল
আপডেট : ২১ মে, ২০১৯, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তামিমের সাথে ওপেনিংয়ে সৌম্যকে এগিয়ে রাখছেন নান্নু

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান হিসেবে নিজের জায়গাটা পাক্কা করে নিয়েছেন তামিম ইকবাল। কিন্তু আসন্ন বিশ্বকাপে তামিমের সঙ্গী হিসেবে অপর ব্যাটসম্যান সেই সন্ধানে থাকতে হয় টিম ম্যানেজমেন্টকে। স্থায়ী হিসেবে এখনো কাউকে খোঁজে পাচ্ছে না বাংলাদেশ। সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে তিন ম্যাচে তামিমের সঙ্গী ছিলেন সৌম্য সরকার। তামিমের সঙ্গী হিসেবে তিনিই যোগ্য তার প্রমাণও দিয়েছেন টানা ফিফটি সেঞ্চুরি করে। এছাড়াও উদ্ভোধনীর জুটির রেকর্ডও গড়েছেন।

অন্যদিকে তামিমের সঙ্গী হওয়ার যোগ্যতা রাখে লিটন দাসও। এই সিরিজে এক ম্যাচে সুযোগ পেয়ে ফিফটি করে তিনিও দেখিয়ে দিয়েছেন তামিমের সঙ্গী হওয়ার। তবে পরপর তিন ম্যাচে ফিফটি হাঁকানো সৌম্য সরকারই এগিয়ে থাকছেন তামিমের সঙ্গী হবার দৌড়ে। এমনটাই জানিয়েছেন ত্রিদেশীয় সিরিজে টাইগাারদের সাথে ম্যানেজারের দায়িত্বে থাকা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ডান হাতি-বাঁহাতি কম্বিনেশনের কথা বলা হলেও, সৌম্যর ধারাবাহিকতাই এগিয়ে রাখছে তাকে।

সবকিছুই তো ভাবতে হয় টিম ম্যানেজমেন্টকে। তবে এতসব চিন্তাভাবনা বাদ দিয়ে আপাতত সবার ফর্মে ফেরাটা উপভোগ করছেন প্রধান নির্বাচক। নান্নু বলেন, সবার পারফর্ম করা একটা বড় ব্যাপার। দলে ১৫ জন খেলোয়াড়ের মধ্যে সবাই যদি পারফরমার থাকে তবে যেকোনো সময় যে কাউকে কাজে লাগানো যায়। এটা টিমের জন্য অনেক ভালো।

বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে আশাবাদী হওয়ার বড় একটি কারণ পঞ্চপাণ্ডব। বাংলাদেশের সর্বকালের সেরা তো বটেই, বলা হচ্ছে এই মূহুর্তে বিশ্বের সবচে অভিজ্ঞ দলগুলোর একটি টাইগাররা। তবে সাবেক এই অধিনায়ক মনে করেন, পার্থক্য গড়ে দিতে পারেন সৌম্য-সাইফুদ্দিন-মোসাদ্দেকরাই।

বিশ্বকাপে বাংলাদেশ কতদ‚র যাবে? লক্ষ্যমাত্রায় সেমিফাইনাল রেখেছেন ক্রিকেটাররা সহ সবাই। বাস্তবতা কি বলে? আদৌ সেটি সম্ভব? নান্নু বলছেন, বাংলাদেশ হতে পারে শীর্ষ দলও।

তিনি আরও বলেন, আমাদের খেলোয়াড়দের অভিজ্ঞতার ঝুলি অনেক। এখানে অনেক সিনিয়র খেলোয়াড় আছেন। অন্যদিকে যারা ইয়াং রয়েছেন তারাও পারফর্মার। আমাদের এক থেকে চারের মধ্যে যাওয়ার টার্গেট রয়েছে। এটা করতে পারলে তার চাইতেও ভালো কিছু করে ফেরতে পারি।

বিশ্বকাপের দল পরিবর্তন করা যাবে ২৩ মে পর্যন্ত। তবে কোন ধরণের অঘটন না ঘটলে ঘোষিত দলে কোনো পরিবর্তন আনা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়