শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৩:৩৭ রাত
আপডেট : ২১ মে, ২০১৯, ০৩:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই প্রথম জাতিসংঘের প্রতিটি আঞ্চলিক অর্থনৈতিক কমিশন পরিচালনার দায়িত্ব পেয়েছেন নারীরা

নূর মাজিদ : বিগত ৭০ বছরের ইতিহাসে এই প্রথম জাতিসংঘের প্রত্যেকটি আঞ্চলিক কমিশনের প্রধান হিসেবে একজন নারী দায়িত্ব পালন করছেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতারেজ তাদের মেধা এবং জোগ্যতাকে মূল্যায়ন করেই নিয়োগ দিয়েছেন। দায়িত্বগ্রহণের পর বর্তমান মহাসচিব বিশ্ব সংস্থাটিতে নারীদের ক্ষমতায়নে যে সকল পদক্ষেপ নিয়েছেন, তার মধ্যে এটাই সবচেয়ে উল্লেখযোগ্য। সূত্র : ইউএন নিউজ

২০৩০ সালের মধ্যে জাতিসংঘের দাপ্তরিক ক্ষমতা বন্টনে লিঙ্গ সমতা প্রতিষ্ঠা করতে চান মহাসচিব গুতারেজ। এরই অংশ হিসেবে প্রধান পাঁচটি আঞ্চলিক কমিশনার পদে নারীদের নিয়োগ দেয়া হয়। লাতিন আমেরিকা ও ক্যারিবিয় অঞ্চলের অর্থনৈতিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যালিসিয়া বার্সেনা ইবারা। ৬৫ বছরের ইবারা একজন মেক্সিকান জীববিজ্ঞানী। এছাড়াও, জনপ্রশাসন পরিচালনার উপর তিনি হাভার্ড থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। জাতিসংঘে যোগ দেয়ার পূর্বে তিনি মেক্সিকোর কেন্দ্রীয় পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ে সিনিয়র সচিব পদে দায়িত্ব পালন করেছেন। ইউরোপের অর্থনৈতিক কমিশন বা ইউএনইসিই’র এক্সিকিউটিভ সেক্রেটারির পদে দায়িত্ব পালন করছেন ওলগা আলগাইরেভা। ৬০ বছরের ওলগা ২০১৭ সালে জাতিসংঘে যোগ দেন। স্লোভাক এই নারী ইতোপূর্বে নিজ দেশের একজন শীর্ষ কূটনীতিক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন বা ইস্ক্যাপের এক্সিকিউটিভ সেক্রেটারি পদে দায়িত্ব পেয়েছেন আর্মিডা অ্যালিসজাহবানা। ৫৮ বছরের এই ইন্দোনেশিয় নাগরিক ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর থেকে আলোচিত পদে দায়িত্ব পালন করছেন। এই সময়ে তিনি এই অঞ্চলে জাতিসংঘের সংস্থাটির কার্যক্রমে নতুন গতি সঞ্চার করেন। তবে একইসঙ্গে, নিজ দায়িত্বের অঞ্চলে বিদ্যমান সামাজিক এবং রাজনৈতিক সমস্যা নিয়েও তিনি সচেতন। জাতিসংঘের নিজস্ব সংবাদ সংস্থা জানায়, আর্মিডা এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আয়-বৈষম্য, স¤পদের অসমবন্টন এবং বিপদজনক শ্রম পরিবেশ পরিস্থিতির উন্নয়নকে নিজের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন। এছাড়াও, পশ্চিম এশিয়ায় জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন কমিশনের প্রধানের দায়িত্ব পেয়েছেন রোলা আব্দুল্লাহ আল-দাস্তি। ইতোপূর্বে, ৫৫ বছরের রোলা উপসাগরীয় দেশ কুয়েতের একজন শীর্ষ অর্থনীতিবিদ এবং প্রভাবশালী মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০১৭ সালে ভেরা সোংগোয়ে জাতিসংঘের আফ্রিকা মহাদেশের অর্থনৈতিক কমিশন বা ইউএনইকার প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। সকল নারী কমিশনারদের মধ্যে বয়সের দিক থেকে তিনিই সবচাইতে নবীন। ক্যামেরূনের ৫১ বছরের এই মেধাদিপ্ত নারী জাতিসংঘে যোগ দেয়ার পূর্বে নিজ দেশের একজন শীর্ষ ব্যাংকার এবং অর্থনীতিবিদের দায়িত্ব পালন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়