শিরোনাম
◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক ◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ১২:৫২ দুপুর
আপডেট : ২১ মে, ২০১৯, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২ লাখ কোটি ডলারের অবকাঠামো উন্নয়ন বরাদ্দের পরিকল্পনা ট্রাম্পের

নূর মাজিদ : চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে এবং ডেমোক্রাট কংগ্রেসম্যানদের মাঝে অনুষ্ঠিত এক বৈঠকে এই পরিকল্পনা গৃহীত হয়। এই বিপুল অংকের বরাদ্দের প্রস্তাব খোদ ডেমোক্রাটদেরও বিস্মিত করে। তারা ভাবতেই পারেন নি দেশের অবকাঠামো উন্নয়নে ট্রা¤প নিজে থেকেই এতো বিপুল অংকের প্রস্তাব করবেন। তবে ওই বৈঠকে কিভাবে ১০ বছরের মেয়াদে ২ লাখ কোটি ডলার বরাদ্দের খরচ আদায় করা হবে, সেটা আলোচনা করা হয়নি। এই বিষয়টি পড়ে নির্ধারণ করার বিষয়ে উভয়পক্ষই সম্মতি প্রকাশ করেন। সূত্র : ন্যাশনাল ইন্টারেস্ট

বৈঠকে ডেমোক্র্যাট নেতারা যুক্তরাষ্ট্রের ব্রডব্যান্ড নেটওয়ার্কের কাভারেজ ও সক্ষমতা বৃদ্ধি, বৈদ্যুতিক গ্রিডের উন্নয়ন এবং সড়ক নির্মাণে প্রেসিডেন্টের কাছে বিশেষ বরাদ্দ দাবী করেছিলেন। এর প্রেক্ষিতেই ট্রাম্প আলোচিত প্রস্তাবটি দেন।
এই বিষয়ে সিনেটে সংখ্যালঘু ডেমোক্র্যাট দলের নেতা চার্লস শুমার বলেন, ‘প্রেসিডেন্টের সঙ্গে ওই বৈঠকে তার সদিচ্ছা উঠে আসে। ইতোপূর্বে, অবৈধ অভিবাসী ইস্যু নিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠকে যে সব উত্তেজনা দেখা যায়, তার তুলনায় এর পরিবেশ ছিলো সম্পূর্ন ভিন্ন।’

এসময়য় তিনি আরো বলেন, ‘আমরা একটি নির্ধারিত অংকের ব্যাপারে একমত হতে পেরেছি। এটাই সবচাইতে বড় আশার কথা, কারণ এতে করে আগামী ১০ বছরের জন্য ২ লাখ কোটি ডলার বরাদ্দ পাবে অবকাঠামো উন্নয়ন খাত। এই বরাদ্দের বিষয়ে ট্রাম্পে নিজে থেকেই ব্যয় বৃদ্ধির ব্যাপারে সক্রিয় ভূমিকা রাখেন। সেই তুলনায় আমরা ট্রাম্পের কাছে বেশ কম অংকের বরাদ্দের প্রস্তাব দিয়েছিলাম।’

এই ব্যাপারে সাম্প্রতিক অগ্রগতি হলো, প্রচলিত রাজনীতির নেপথ্যেই হোয়াইট হাউজ এবং প্রভাবশালী ডেমোক্র্যাট সদস্যরা এই পরিকল্পনার রূপরেখা নির্ধারণের আলোচনা চালিয়ে যাচ্ছেন। এই বিষয়ে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ হ্যাকাবি স্যান্ডার্স একমত পোষণ করেন।

সারাহ বলেন, ‘ ঐকমত্যের ভিত্তিতেই একটি বিশাল বরাদ্দের পরিকল্পনা করা হয়েছে।’ তবে এসময় তিনি টাকার অংক উল্লেখ করা থেকে বিরত ছিলেন।

তিনি আরো জানান, ‘দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্র তার নিজের অবকাঠামো উন্নয়নে বিপুল অংকের বরাদ্দ দিতে চলেছে। অন্যান্য দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে এতদিন দেশের যে ক্ষতি করা হয়েছে, তা থেকে এবার সরে এসে এই পরিকল্পনা নেয়া হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়