শিরোনাম
◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক ◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৭:০১ সকাল
আপডেট : ২১ মে, ২০১৯, ০৭:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিভিন্ন কুরিয়ার সার্ভিস ব্যবহার করতো দুই ইয়াবা ব্যবসায়ী

ইসমাঈল ইমু : রাজধানীর উত্তরা থেকে এসএ পরিবহনের পার্সেলে ১ লাখ পিস ইয়াবাসহ আটক দুজন এর আগেও কয়েকটি কুরিয়ার সার্ভিসে ইয়াবা পাচার করে আসছিল। কুরিয়ার সার্ভিস নিরাপদ মনে করে মাঝেমধ্যে ফেনসিডিলও পাচার করতো তারা। তবে ইয়াবা বহনে হালকা ও বেশি ব্যবসার আশায় তারা এ পদ্ধতি বেছে নিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে এসএ পরিবহনের কুরিয়ার সার্ভিসের তিন কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে র‌্যাব।

রোববার রাত ১১টার দিকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য টিকাটুলীর র‌্যাব কার্যালয়ে নেয়া হয়।

তিন কর্মকর্তা হলেন- নির্বাহী পরিচালক আব্দুস সালাম, উত্তরা শাখার ম্যানেজার মোস্তফা ও সহকারী ম্যানেজার খসরু জামান।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান জানান, দুই ইয়াবা ব্যবসায়ী কাশেম (৩১) ও মোরশেদ আলী (৩৩) চালানটি নেয়ার সময় এক লাখ পিস ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বাড়ি কক্সবাজারে বলে জানায়।

আটককৃতরা জানায়, তারা এর আগেও একাধিকবার কক্সবাজার থেকে বড় কার্টুনে করে বিভিন্ন পণ্য সামগ্রীর আড়ালে ইয়াবার চালান এনেছে। এ জন্য এসএ পরিবহন ছাড়াও অন্যান্য কুরিয়ার সার্ভিস ব্যবহার করতো। পাশপাশি তারা আকাশ পথেও পার্সেলের আড়ালে ইয়াবা চালান করতো। এর আগেও এসএ পরিবহনের মাধ্যমে ইয়াবা আনা কয়েকজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়