শিরোনাম
◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৭:০১ সকাল
আপডেট : ২১ মে, ২০১৯, ০৭:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিভিন্ন কুরিয়ার সার্ভিস ব্যবহার করতো দুই ইয়াবা ব্যবসায়ী

ইসমাঈল ইমু : রাজধানীর উত্তরা থেকে এসএ পরিবহনের পার্সেলে ১ লাখ পিস ইয়াবাসহ আটক দুজন এর আগেও কয়েকটি কুরিয়ার সার্ভিসে ইয়াবা পাচার করে আসছিল। কুরিয়ার সার্ভিস নিরাপদ মনে করে মাঝেমধ্যে ফেনসিডিলও পাচার করতো তারা। তবে ইয়াবা বহনে হালকা ও বেশি ব্যবসার আশায় তারা এ পদ্ধতি বেছে নিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে এসএ পরিবহনের কুরিয়ার সার্ভিসের তিন কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে র‌্যাব।

রোববার রাত ১১টার দিকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য টিকাটুলীর র‌্যাব কার্যালয়ে নেয়া হয়।

তিন কর্মকর্তা হলেন- নির্বাহী পরিচালক আব্দুস সালাম, উত্তরা শাখার ম্যানেজার মোস্তফা ও সহকারী ম্যানেজার খসরু জামান।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান জানান, দুই ইয়াবা ব্যবসায়ী কাশেম (৩১) ও মোরশেদ আলী (৩৩) চালানটি নেয়ার সময় এক লাখ পিস ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বাড়ি কক্সবাজারে বলে জানায়।

আটককৃতরা জানায়, তারা এর আগেও একাধিকবার কক্সবাজার থেকে বড় কার্টুনে করে বিভিন্ন পণ্য সামগ্রীর আড়ালে ইয়াবার চালান এনেছে। এ জন্য এসএ পরিবহন ছাড়াও অন্যান্য কুরিয়ার সার্ভিস ব্যবহার করতো। পাশপাশি তারা আকাশ পথেও পার্সেলের আড়ালে ইয়াবা চালান করতো। এর আগেও এসএ পরিবহনের মাধ্যমে ইয়াবা আনা কয়েকজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়