শিরোনাম
◈ ক্ষমতা ও প্রতিপত্তির লো‌ভে নিজ দল ছেড়ে এমপি হওয়ার মরিয়া চেষ্টা কতটা নৈতিক?  ◈ ঘন কুয়াশার কারণে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা ◈ জামায়াতের সঙ্গে জোট করার কারণ জানাল এনসিপি (ভিডিও) ◈ আমি এই এনসিপির অংশ হচ্ছি না: মাহফুজ আলম ◈ দেশে প্রবাসী আয়ে রেকর্ড ঢল: ডিসেম্বরের প্রথম ২৭ দিনে এলো ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা ◈ জানুয়ারিতে চালু হবে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট  ◈ হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে,আগামী ১০ দিনের মধ্যে চার্জশিট : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ নির্বাচন ও গণভোট সামনে রেখে ৮ সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি ◈ তাহেরির মাহফিল বন্ধ করেছে উপজেলা প্রশাসন, জানা গেল কারণ

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৭:০১ সকাল
আপডেট : ২১ মে, ২০১৯, ০৭:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিভিন্ন কুরিয়ার সার্ভিস ব্যবহার করতো দুই ইয়াবা ব্যবসায়ী

ইসমাঈল ইমু : রাজধানীর উত্তরা থেকে এসএ পরিবহনের পার্সেলে ১ লাখ পিস ইয়াবাসহ আটক দুজন এর আগেও কয়েকটি কুরিয়ার সার্ভিসে ইয়াবা পাচার করে আসছিল। কুরিয়ার সার্ভিস নিরাপদ মনে করে মাঝেমধ্যে ফেনসিডিলও পাচার করতো তারা। তবে ইয়াবা বহনে হালকা ও বেশি ব্যবসার আশায় তারা এ পদ্ধতি বেছে নিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে এসএ পরিবহনের কুরিয়ার সার্ভিসের তিন কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে র‌্যাব।

রোববার রাত ১১টার দিকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য টিকাটুলীর র‌্যাব কার্যালয়ে নেয়া হয়।

তিন কর্মকর্তা হলেন- নির্বাহী পরিচালক আব্দুস সালাম, উত্তরা শাখার ম্যানেজার মোস্তফা ও সহকারী ম্যানেজার খসরু জামান।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান জানান, দুই ইয়াবা ব্যবসায়ী কাশেম (৩১) ও মোরশেদ আলী (৩৩) চালানটি নেয়ার সময় এক লাখ পিস ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বাড়ি কক্সবাজারে বলে জানায়।

আটককৃতরা জানায়, তারা এর আগেও একাধিকবার কক্সবাজার থেকে বড় কার্টুনে করে বিভিন্ন পণ্য সামগ্রীর আড়ালে ইয়াবার চালান এনেছে। এ জন্য এসএ পরিবহন ছাড়াও অন্যান্য কুরিয়ার সার্ভিস ব্যবহার করতো। পাশপাশি তারা আকাশ পথেও পার্সেলের আড়ালে ইয়াবা চালান করতো। এর আগেও এসএ পরিবহনের মাধ্যমে ইয়াবা আনা কয়েকজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়