শিরোনাম
◈ হাদি হত্যাকাণ্ডের পর নিরাপত্তা শঙ্কা: গুরুত্বপূর্ণ ১২৭ নেতা নিরাপত্তা ঝুঁকিতে ◈ ৩০০ ফিট ও কুড়িল এলাকায় জনসমাগম, প্রস্তুত ১৭ অ্যাম্বুলেন্স ◈ ১৭ বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তন: কনকনে শীত উপেক্ষা করে সূর্যোদয়ের আগেই পূর্বাচলে মানুষের ঢল (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের নতুন নির্দেশনা হাইকোর্টের ◈ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ ◈ হঠাৎ করে ওএমএসের চাল-আটা বিক্রি বন্ধ, বিপাকে দরিদ্র মানুষেরা ◈ দেশে ফিরতে সপরিবারে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান (ভিডিও) ◈ এবার ভারতের অরুণাচল প্রদেশ চায় চীন, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির দিকেও ইঙ্গিত: পেন্টাগনের প্রতিবেদন ◈ ঢাকা মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত ◈ সংকট কাটিয়ে যেভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বে উঠে এলেন তারেক রহমান

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৭:০১ সকাল
আপডেট : ২১ মে, ২০১৯, ০৭:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিভিন্ন কুরিয়ার সার্ভিস ব্যবহার করতো দুই ইয়াবা ব্যবসায়ী

ইসমাঈল ইমু : রাজধানীর উত্তরা থেকে এসএ পরিবহনের পার্সেলে ১ লাখ পিস ইয়াবাসহ আটক দুজন এর আগেও কয়েকটি কুরিয়ার সার্ভিসে ইয়াবা পাচার করে আসছিল। কুরিয়ার সার্ভিস নিরাপদ মনে করে মাঝেমধ্যে ফেনসিডিলও পাচার করতো তারা। তবে ইয়াবা বহনে হালকা ও বেশি ব্যবসার আশায় তারা এ পদ্ধতি বেছে নিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে এসএ পরিবহনের কুরিয়ার সার্ভিসের তিন কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে র‌্যাব।

রোববার রাত ১১টার দিকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য টিকাটুলীর র‌্যাব কার্যালয়ে নেয়া হয়।

তিন কর্মকর্তা হলেন- নির্বাহী পরিচালক আব্দুস সালাম, উত্তরা শাখার ম্যানেজার মোস্তফা ও সহকারী ম্যানেজার খসরু জামান।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান জানান, দুই ইয়াবা ব্যবসায়ী কাশেম (৩১) ও মোরশেদ আলী (৩৩) চালানটি নেয়ার সময় এক লাখ পিস ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বাড়ি কক্সবাজারে বলে জানায়।

আটককৃতরা জানায়, তারা এর আগেও একাধিকবার কক্সবাজার থেকে বড় কার্টুনে করে বিভিন্ন পণ্য সামগ্রীর আড়ালে ইয়াবার চালান এনেছে। এ জন্য এসএ পরিবহন ছাড়াও অন্যান্য কুরিয়ার সার্ভিস ব্যবহার করতো। পাশপাশি তারা আকাশ পথেও পার্সেলের আড়ালে ইয়াবা চালান করতো। এর আগেও এসএ পরিবহনের মাধ্যমে ইয়াবা আনা কয়েকজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়