শিরোনাম
◈ মঙ্গলবার দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোট ◈ বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারে কী করছিলেন ইরানের প্রেসিডেন্ট প্রকাশ্যে ‘শেষ’ ভিডিও ◈ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্র নির্মিত  ◈ সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে ফাটল, প্লেন চলাচলে বিঘ্ন ◈ ইসরায়েলি প্রধানমন্ত্রী ও হামাস প্রধানের বিরুদ্ধে আইসিসিতে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন ◈ নিরপরাধ মানুষরাই সরকারি নিপীড়নের শিকার হচ্ছেন: মির্জা ফখরুল ◈ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে ১২ দেশ অংশ নিচ্ছে  ◈ নিরপেক্ষতা ক্ষুণ্ন হওয়ায় দুই ওসিকে প্রত্যাহার করলো ইসি  ◈ ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক ◈ ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ০৭:১৫ সকাল
আপডেট : ২০ মে, ২০১৯, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীর্ঘ সময় অ্যাকোর্ড কেন, দুর্যোগ মোকাবেলায় নিজস্ব সক্ষমতা প্রয়োজন, বললেন গার্মেন্ট নেত্রী তাসলিমা আক্তার

কেএম নাহিদ : বাংলাদেশে গার্মেন্ট শিল্পে নিরাপদ কর্মপরিবেশ কার্যক্রম পরিচালনায় আরো ২৮১ দিন কাজ করতে পারবে ইউরোপীয় ইউনিয়নের জোট অ্যাকোর্ড এ্যালায়েন্স। অ্যাকোর্ড এর বিজিএমই ৮ই মে যে সমঝোতা স্মারক সই করেছে তার ভিত্তিতে সুপ্রিম কোর্টের একটি বোঞ্চ এ রায় দিয়েছে। ২০১৩ সালে রানা প্লাজার ধসের পর কারখানার কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য অ্যাকোর্ড গঠিত হয়েছে। রায়ের পর, শ্রমিকের নিরাপত্তা, ভবন ধস, কারখানা কর্মপরিবেশ কতোটুকু নিশ্চিত হয়েছে তা নিয়ে সোমবার বিবিসি সঙ্গে আলাপ করেছেন গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আক্তার কাছে।

তাসলিমা বলেন, গার্মেন্টের নিরাপত্তা মোকাবেলায় আমরা তেমন সক্ষম ছিলাম না । রানা প্লাজার ঘটনার পরই অ্যাকর্ড কার্যক্রম শুরু হয়। তখন একটা বিশেষ পরিস্থিতি ছিলো। রানা প্লাজার ঘটনা মোকাবেলায় করা আমাদের সক্ষম তা ছিলনা। আমরা সবাইকে উদ্ধারও করতে পারিনি। আমাদের দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা অর্জনে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি করতে হবে। যাতে শুধু গার্মেন্ট না। এই কমিটি যে কোনো দুর্যোগের ব্যাপারে পরামর্শ দেবে। আশা করেছিলাম অ্যাকোর্ড কার্যক্রম অল্পদিনের মধ্যে শেষ হয়ে যাবে। আমরা জাতীয় নিরাপত্তায় সক্ষমতা লাভ করবো। রানা প্লাজার ঘটনার সময় দেখেছি আমাদের যথেষ্ট মেশিন নেই উদ্ধারে জন্য প্রয়োজনীয় জিনিস নেই, সেই সক্ষমতা আমাদের তৈরি করতে হবে।

তিনি বলেন, প্রত্যাশা ছিল দেশের বিশেষজ্ঞরা তাদের মেধা দিয়ে কারখানার কর্মপরিবেশ নিশ্চিত করবে। কিন্তু এখন পর্যন্ত আমরা তেমন সক্ষমতা লাভ করতে পারিনি। বরং অ্যাকোর্ডকে এখনো তার কার্যক্র চালু রাখতেই হচ্ছে। একটা বিশেষ সময়ের জন্য অ্যাকের্ড কার্যক্রম আশা করছিলাম। শ্রমিক সংগঠন চাইছে অ্যাকোর্ডের পরামর্শ মালিকদের সহায়তা নিয়ে অ্যাকোর্ড করবে।

তিনি আরো বলেন, কিন্তু দীর্ঘ সময়ের জন্য অ্যাকোর্ড’র কার্যক্রম বহাল রাখা ঠিক হবে না। যেহেতু গার্মেন্ট একটি গ্লোবাল অবস্থান সেহেতু আমাদের আর্ন্তজাতিক আইন তৈরি হবে। যাতে করে মালিক না, বিদেশী ব্রান্ড না, সরকারকেও দায়বদ্ধ করতে পারি। আর্ন্তজাতিক আইন তৈরি করতে হবে। সরকার যাতে আর্ন্তজাতিক মহলে চাপ সৃষ্টি করতে পারে এবং তা জরুরি। সম্পাদনায়: কায়কোবাদ মিলন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়