ছাত্রলীগ সভাপতি শোভনকে নিয়ে প্রচারণা মিথ্যা
মুহাম্মদ ইলিয়াস হোসেন, ঢাবি: ১৩ মে বাংলাদেশ ছাত্রলীগের ৩০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর পদপ্রাপ্ত অনেক নেতার নামে ওঠে নানা অভিযোগ। এমনকি ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকেও বিবাহিত বলে মিথ্যা প্রচারণা চালানো হয়। ফেইসবুকে ভাইরাল হওয়া একটি ছবি নিয়ে এ প্রচারণা বলে।
তবে বুধবার গভীর রাতে ধানমন্ডিতে বাংলাদেশ আওয়ামীলীগের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিষয়ে মুখ খুলেন শোভন। তিনি বলেন, ‘মেয়েটি আমার বান্ধবী। আমার কি বান্ধবী থাকতে পারে না?’
সংবাদ সম্মেলনে সদ্য পদপ্রাপ্ত বিতর্কিত নেতাদের নাম প্রকাশ করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযু্ক্তদের সঠিক জবাব দিতে বলা হয় নতুবা তার পদ শূণ্য ঘোষণা করা হবে বলে জানানো হয় উক্ত সংবাদ সম্মেলনে।